শিরোনাম
◈ বাংলাদেশে দ্রুত সুষ্ঠু নির্বাচন চায় ভারত, প্রধান উপদেষ্টার অভিযোগ 'দায় এড়ানোর কৌশল' বলছে দিল্লি ◈ দয়া করে থামুন, আপনি দেশের ক্ষতি করছেন, নিজের দলের ক্ষতি করছেন : তাসনিম জারা ◈ গণমাধ্যম নয়, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি: সিইসি নাসির উদ্দিন ◈ আমার পাওয়ার দরকার নাই পাওয়ার আমার পিছে ঘোরে: শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ◈ গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে, খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র দেখতে পাবো : খালেদা জিয়া (ভিডিও) ◈ কা‌রো কথায় পদত্যাগ করার প্রশ্নই ও‌ঠে না : বি‌সি‌বি সভাপ‌তি ◈ ক্রিকেটার হাসান আলীর মা ছিনতাইকারীর কবলে, কেড়ে নিলো ২ লাখ ৩০ হাজার রুপি ◈ ঋণনির্ভর বাজেটে ভারসাম্য রক্ষার তাগিদ অর্থনীতিবিদদের ◈ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পুলিশের ১৯ পরামর্শ ◈ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য বাংলাদেশি অ্যাসাইলাম প্রত্যাশীদের জন্য দুসংবাদ

প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ০২:১৯ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনাল‌দো ৮০০ গোলের মাইলফলক স্পর্শ ক‌রে ছে‌ড়ে দে‌বেন সৌ‌দি ক্লাব আল নাসর

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর আগামী জুনে আল-নাসেরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন পর্তুগিজ এই মহাতারকা। ক্লাব ফুটবলে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করে সৌদি প্রো লিগের ক্লাবটি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন কি না – তা নিয়েই এখন রাজ্যের কৌতূহল।

সোমবার রাতে সৌদি প্রো লিগে নিজেদের শেষ ম্যাচে দু’দফা এগিয়েও আল ফাতেহর কাছে ৩-২ গোলে হারে আল-নাসের।

ম্যাচের ৪২তম মিনিটে হেডে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। আল-নাসেরের জার্সিতে এটি ছিল তার ৯৯তম গোল। -- অলআউট স্পোর্টস

পাঁচটি দেশের পাঁচটি ভিন্ন ক্লাবের হয়ে তার গোল সংখ্যা এখন ৮০০টি। আর ১ হাজার গোলের লক্ষ্যে ছুঁটে চলা পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ডের ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৯৩৬টি।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লেখেন, “এই অধ্যায় শেষ। তবে গল্প? এখনও লেখা চলছে। সবার প্রতি কৃতজ্ঞতা। মূলত কৌতূহলের জায়গাটা এখানেই। অধ্যায় শেষ বলতে তিনি আল-নাসেরে ক্যারিয়ার শেষের কথা জানালেন কিনা প্রশ্ন এটাই।

আগামী ৩০ জুন আল-নাসেরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে রোনালদোর। নতুন চুক্তির বিষয়ে এখনও কোনো ঘোষণাও আসেনি। ২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সৌদি প্রো লিগের দলটিতে পাড়ি জমান তিনি।

রোনালদোর অধ্যায় শেষের পোস্টটি এমন সময় আসলো যখন আসন্ন ক্লাব বিশ্বকাপে তার অংশগ্রহণের বিষয়ে জল্পনা-কল্পনা চলছে। আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া নতুন ফরম্যাটের এই আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তার দল আল-নাসের। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ক্লাব বিশ্বকাপে রোনালদোর খেলার বিষয়ে কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে।

৩২ দল নিয়ে আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই ক্লাব বিশ্বকাপের আসর চলবে। এই টুর্নামেন্টের জন্য ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত বিশেষ ট্রান্সফার উইন্ডো রাখা হয়েছে। ফলে এই সময়ের মধ্যে রোনালদোর নতুন ঠিকানার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়