শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ২৯ মে, ২০২৫, ১১:১৬ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

‌বি‌সি‌বিতে সভাপ‌তি হ‌য়ে আস‌ছেন  আ‌মিনুল ইসলাম বুলবুল!

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ ক্রিকে‌টের এক সম‌য়ের তু‌খোড় খে‌লোয়াড় আ‌মিনুল ইসলাম বুলবুল‌কে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকালীন সভাপতি হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে। এই তথ‌্যটি পুরোনো, ত‌বে নতুন খবর, এনএসসির দেয়া সেই প্রস্তাবে রাজি হয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

দিন তিনেক আগে ব্যক্তিগত কাজে দেশে আসেন বুলবুল। বুধবার (২৮ মে) রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের বাসায় এক বৈঠকে বসেন বুলবুল। যে বৈঠ‌কে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।

সেই বৈঠকেই প্রস্তাবে সাড়া দেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।

নির্বাচনকালীন সভাপতি হওয়ার আলোচনা শোনার পর থেকেই একটা সন্দেহ দানা বেধেছিল। বুলবুল যেহেতু আইসিসিতে (ডেভলপমেন্ট কমিটি) কাজ করেন, তার পক্ষে কি দায়িত্ব নেয়া সম্ভব? বিশেষ এই বৈঠকে বুলবুল নিশ্চিত করেছেন, ৩-৪ মাসের জন্য দায়িত্ব নিতে সমস্যা নেই তার।

এদিকে, বর্তমান সভাপতি ফারুক আহমেদের সাথে মিটিংয়ে এনএসসি তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। সেই বৈঠকে একটা প্রস্তাবও দিয়েছেন ফারুক। যেহেতু অক্টোবরে নির্বাচন, তিনি নির্বাচন পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে চান, প্রয়োজনে নির্বাচনও করবেন না।

এই সময়ে গঠনতন্ত্র সংশোধনের পাশাপাশি প্রয়োজনে নির্বাচন এগিয়ে আনার কাজও করবেন বর্তমান বোর্ড প্রেসিডেন্ট।

সবমিলিয়ে পরিস্থিতি এমন ফারুক আহমেদের জায়গায় এনএসসি থেকে পরিচালক হবেন বুলবুল। তারপর সভাপতি। তাই তো এখন প্রশ্ন আগামী শনিবারের বোর্ড সভাতেই কি আসবে পরিবর্তন? -- যমুনা নিউজ

উত্তরটা একবাক্যে দেয়া কিছুটা জটিল। আপাতত অপেক্ষা করতে হচ্ছে অন্তত আরও কিছুদিন। উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হন ফারুক আহমেদ। বোর্ড পরিচালক হিসেবে তিনি, নাজমুল আবেদীন ফাহিমসহ একাধিক নতুন মুখকে দেখা যায় বিসিবির দায়িত্বে। পরবর্তীতে সম্মিলিত সিদ্ধান্তে ফারুক আহমেদ হন বিসিবির সভাপতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়