শিরোনাম
◈ বাংলাদেশে দ্রুত সুষ্ঠু নির্বাচন চায় ভারত, প্রধান উপদেষ্টার অভিযোগ 'দায় এড়ানোর কৌশল' বলছে দিল্লি ◈ দয়া করে থামুন, আপনি দেশের ক্ষতি করছেন, নিজের দলের ক্ষতি করছেন : তাসনিম জারা ◈ গণমাধ্যম নয়, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি: সিইসি নাসির উদ্দিন ◈ আমার পাওয়ার দরকার নাই পাওয়ার আমার পিছে ঘোরে: শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ◈ গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে, খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র দেখতে পাবো : খালেদা জিয়া (ভিডিও) ◈ কা‌রো কথায় পদত্যাগ করার প্রশ্নই ও‌ঠে না : বি‌সি‌বি সভাপ‌তি ◈ ক্রিকেটার হাসান আলীর মা ছিনতাইকারীর কবলে, কেড়ে নিলো ২ লাখ ৩০ হাজার রুপি ◈ ঋণনির্ভর বাজেটে ভারসাম্য রক্ষার তাগিদ অর্থনীতিবিদদের ◈ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পুলিশের ১৯ পরামর্শ ◈ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য বাংলাদেশি অ্যাসাইলাম প্রত্যাশীদের জন্য দুসংবাদ

প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

কো‌চের দা‌য়িত্ব নি‌য়েই আনচেলত্তির ব্রাজিল স্কোয়াড ঘোষণা, দলে নেই নেইমার ও রদ্রিগো 

স্পোর্টস ডেস্ক : পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ২৫ সদস্যের প্রথম ব্রাজিল স্কোয়াড ঘোষণা করেছেন। আগামী জুনে বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াডে ফিরেছেন ক্যাসেমিরো, রিচার্লিসন, এন্থোনি। দলে জায়গা পাননি নেইমার ও রদ্রিগো।

এরআগে, গত রোববার (২৫ মে) রাতে একটি প্রাইভেট জেটে করে ব্রাজিলে পৌঁছান রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ। বিমানবন্দরে পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে কোনো অভ্যর্থনা ছিল না আনচেলত্তির জন্য। এ সময় তার সাথে ছিলেন পরিবারের কয়েকজন সদস্য ও কোচিং স্টাফরা।

প্রসঙ্গত, তার অধীনে প্রথম ম্যাচ ৫ জুন, ইকুয়েডরের বিপক্ষে। ১০ জুন নিজ মাঠ মারাকানায় প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের ১৫ ও ১৬তম রাউন্ডে সেলেসাও এখন ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে, শীর্ষে থাকা আর্জেন্টিনা থেকে পিছিয়ে ১০ পয়েন্ট।

ব্রা‌জিল দল :

গোলরক্ষকরা: অ্যালিসন বেকার, বেন্তো, হুগো সুজা

‎ডিফেন্ডাররা: আলেক্স সান্দ্রো, লুকাস বেরালদো, চার্লস আগাস্তো, দানিলো, লিও ওরতিজ, মারকিনিওস, ভ্যান্ডারসন, ওয়েসলি

মিডফিল্ডাররা: আন্দ্রেয়াস পেরেইরা, আন্দ্রেই সান্তোস, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, এডারসন, গেরসন 

ফরোয়ার্ড: অ্যান্টোনি, এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও রিচার্লিসন

  • সর্বশেষ
  • জনপ্রিয়