শিরোনাম
◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে

প্রকাশিত : ২৬ মে, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আই‌পিএ‌লে ধোনির শেষ ম্যাচে চেন্নাই সুপার কিং‌সের জয়

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মহেন্দ্র সিং ধোনি তার শেষ ম‌্যাচ স্মরণীয় করে রাখতেই যেন ব্যাটে-বলে জ্বলে উঠলো তার দল চেন্নাই সুপার কিংস। আর ম্যাচের সমাপ্তিও হলো এই উইকেটরক্ষক-ব্যাটারের হাত ধরেই। গুজরাটের সাই কিশোরের তোলা ক্যাচটি নিলেন ধোনি। তাতেই ম্যাচের সমাপ্তি। দর্শকের মনে প্রশ্ন উঠলো– ক্রিকেটে কি ধোনিযুগের ইতি ঘটলো? 

রোববার (২৫ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে ৮৩ রানে উড়িয়ে দিয়ে এবারের আইপিএল অভিযান শেষ করলো ধোনির দল।

আগামী মৌসুমে ধোনি আইপিএলে ফিরবেন কিনা, তা সময়ই বলে দেবে। তবে ম্যাচ শেষে তিনি বলেছেন, এ বিষয়ে চার-পাঁচ মাস পরে সিদ্ধান্ত নেবেন। আর যদি আর না খেলেন, তবে এটাই হয়ে থাকবে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের শেষ আইপিএল ম্যাচ।

প্রথমে ব্যাট করতে নেমে আজ চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৫ উইকেটে ২৩০ রান সংগ্রহ করে। ডেভিড কনওয়ে ও ডেভাল্ড ব্রেভিসের হাফ সেঞ্চুরিতে বিশাল স্কোর দাঁড় করায় তারা। আয়ুশ মাত্রে ১৭ বলে ৩৪, উরবিল প্যাটেল ১৯ বলে ৩৭ ও রবীন্দ্র জাদেজা ১৮ বলে ২১ রান করেন।

২৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৩ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে যায় গুজরাট টাইটান্স। সাই সুদর্শন ৪১ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে দলের বাকিরা ব্যর্থ হন।

চেন্নাইয়ের বোলাররা নিয়মিত উইকেট তুলে নিয়ে গুজরাটের ব্যাটিং লাইনআপকে ভেঙে দেন। আনশুল কম্বোজ ও নুর আহমেদ ৩টি করে উইকেট পান। রবীন্দ্র জাদেজা নিজের ঝুলিতে পোরেন ২টি উইকেট।

এই জয় চেন্নাই সুপার কিংসের জন্য মর্যাদার হলেও, তারা পয়েন্ট টেবিলে সবার নিচে থেকেই মৌসুম শেষ করলো। অন্যদিকে, গুজরাট টাইটান্সের জন্য এই পরাজয় প্লে-অফের আগে আত্মবিশ্বাসে খানিকটা চিড় ধরাতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়