শিরোনাম
◈ রপ্তানি ব্যয় বেড়ে যাচ্ছে, মার্কিন বাজারে প্রবেশে বাংলাদেশের জন্য কঠিন সময়: জাতিসংঘের সতর্কবার্তা ◈ চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিব (ভিডিও) ◈ এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কর্মবিরতি: কার্যত অচল আগারগাঁওয়ের রাজস্ব ভবন ◈ সালাহউদ্দিন আহমেদকে নিয়ে যে পোস্ট দিলেন প্রেসসচিব ◈ পর্দার আড়ালে যা ঘটেছে! ◈ চরম গরমে স্বস্তি আনতে হজ রুটে ঠান্ডা ও রাবারযুক্ত রাস্তা চালু করলো সৌদি আরব ◈ মেসি জাদুতে হার এড়ালো ইন্টার মায়ামি ◈ সরকারি চাকরি অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, কালাকানুন বাতিলের দাবি ◈ ভারত, পাকিস্তান, ইরান এমনকি চীনের কাছে যে কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তালেবান! ◈ চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট ৪১ হাজার ছাড়াল, শুল্কায়ন বন্ধে স্থবির আমদানি-রফতানি কার্যক্রম

প্রকাশিত : ২৫ মে, ২০২৫, ১২:০৩ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসি জাদুতে হার এড়ালো ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক : দুই দলই দুর্দান্ত খে‌লে‌ছে, ত‌বে জ‌য়ের দেখা পে‌লো না কেউই, রোববার (২৫ মে) মেজর লিগ সকারে (এমএলএস) ৩-৩ গোলে ড্র করেছে ফিলাডেলফিয়া ও ইন্টার মায়ামি। ফিলাডেলফিয়ার হয়ে কুইন ১টি আর মায়ামির হয়ে মেসি ১টি গোল করেছেন। এদিন মাঠে নামেননি কুইনের আরেক ভাই কাভান সুলিভান।

ঘরের মাঠ সুবারু পার্কে এদিন ম্যাচের সপ্তম মিনিটেই লিড পেয়েছিল ফিলাডেলফিয়া। কর্নার থেকে কাই ওয়েগনারের ছোট পাস দখলে নিয়ে বক্সে ঢুকে ডান কর্নার থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন কুইন সুলিভান। এরপর ৪৪তম মিনিটে বক্সে জটলা থেকে তাই বারিবোর গোলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফিলাডেলফিয়া।

৬০তম মিনিটে মায়ামির হয়ে একটি গোল শোধ করেন তাদেও অ্যালেনদে। অ্যালেনের ক্রস গোলমুখে পেয়ে হেডে জালে জড়ান তিনি। ৭৩তম মিনিটে জ্যাকেসের পাস থেকে গোলে করে ৩-১ ব্যবধানে ফিলাডেলফিয়াকে এগিয়ে দেন তাই বারিবো। ৮৬ মিনিট পর্যন্ত এ ব্যবধান ধরে রেখেছিল তারা। তাতে মনে হচ্ছিল নিশ্চিত জয়ের দিকে এগোচ্ছে সুলিভানরা।

তবে শেষদিকে নিজের ঝলক দেখিয়ে ম্যাচের আলো কেড়ে নেন মেসি। ৮৭তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক ফ্রি-কিকে ব্যবধান ৩-২ করেন আর্জেন্টাইন তারকা। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আক্রমণে উঠে বক্সের বাইরে থেকে ডিফেন্ডারদের বাধায় শট নিতে ব্যর্থ হন মেসি। তবে বল পেয়ে যান তেলাসকো সেগোভিয়া। বক্সের ঠিক বাইরে থেকে তার জোরালো শটে ম্যাচে সমতায় ফেরে মায়ামি। নিশ্চিত হারের ম্যাচে পয়েন্ট আদায় করে নেন মেসিরা।

পয়েন্ট হারালেও ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষেই অবস্থান করছে সুলিভানরা। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে টেবিলের ছয়ে অবস্থান মেসিদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়