শিরোনাম
◈ ঐকমত্য না হওয়া বিষয়গুলো জনসমক্ষে প্রকাশ করা হবে: আলী রীয়াজ ◈ রপ্তানি ব্যয় বেড়ে যাচ্ছে, মার্কিন বাজারে প্রবেশে বাংলাদেশের জন্য কঠিন সময়: জাতিসংঘের সতর্কবার্তা ◈ চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিব (ভিডিও) ◈ এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কর্মবিরতি: কার্যত অচল আগারগাঁওয়ের রাজস্ব ভবন ◈ সালাহউদ্দিন আহমেদকে নিয়ে যে পোস্ট দিলেন প্রেসসচিব ◈ পর্দার আড়ালে যা ঘটেছে! ◈ চরম গরমে স্বস্তি আনতে হজ রুটে ঠান্ডা ও রাবারযুক্ত রাস্তা চালু করলো সৌদি আরব ◈ মেসি জাদুতে হার এড়ালো ইন্টার মায়ামি ◈ সরকারি চাকরি অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, কালাকানুন বাতিলের দাবি ◈ ভারত, পাকিস্তান, ইরান এমনকি চীনের কাছে যে কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তালেবান!

প্রকাশিত : ২৫ মে, ২০২৫, ০১:৩৯ রাত
আপডেট : ২৫ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুস্তাফিজের দারুণ বোলিং, জয় দিয়ে আইপিএল শেষ করল দিল্লি

মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিং আর সমীর রিজভির ঝড়ো ব্যাটিংয়ে জয় দিয়ে এবারের আইপিএল যাত্রা শেষ করল দিল্লি ক্যাপিটালস। নিজেদের শেষ ম্যাচে দিল্লি ৬ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংসকে।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন ফাফ ডু প্লেসি, কারণ নিয়মিত অধিনায়ক অক্ষর প্যাটেল ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি। প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস ৮ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায়।

মুস্তাফিজুর রহমান ছিলেন বল হাতে দুর্দান্ত। ৪ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ৩টি মূল্যবান উইকেট তুলে নেন এই বাংলাদেশি পেসার। তিনি আউট করেন প্রিয়াংশ আর্য, শশাঙ্ক সিং এবং মার্কো জ্যানসেনকে।

পাঞ্জাবের হয়ে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩৪ বলে ৫৩ রান করেন। জশ ইংলিশের ব্যাট থেকে আসে ১২ বলে ৩২ রান। তবে ইনিংসের সবচেয়ে মারমুখী ছিলেন মার্কাস স্টোইনিস। মাত্র ১৬ বলে ৪৪ রানের ইনিংস খেলে দলের রান দুইশ পার করাতে সাহায্য করেন তিনি।

২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লির শুরুটা ভালোই ছিল। কেএল রাহুল ও ফাফ ডু প্লেসি গড়েন ৫৫ রানের উদ্বোধনী জুটি। রাহুল ৩৫ ও ফাফ ২৬ রান করেন। তিনে নামা করুণ নায়ার করেন ২৭ বলে ৪৪ রান। মাঝের ওভারগুলোতে পাঞ্জাবের বোলারদের চাপে রানের গতি কিছুটা কমে এলেও শেষ কথা বলেন সমীর রিজভি।

রিজভির ব্যাটে আসে ম্যাচ জেতানো ইনিংস। ২৫ বলে ৫৮ রানে অপরাজিত থেকে ২০তম ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ে প্লে-অফে যাওয়ার সুযোগ না থাকলেও জয় দিয়েই এবারের আইপিএল শেষ করল দিল্লি। অন্যদিকে, এই পরাজয়ে লিগ টেবিলের শীর্ষ দুইয়ে থাকার সুযোগ হারাল পাঞ্জাব কিংস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়