শিরোনাম
◈ সা‌কিব আল হাসান বাংলাদেশের হয়ে  টি-টোয়েন্টি ক্রিকে‌টে সর্বোচ্চ ডাকের মালিক ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বসতে যমুনায় যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল ◈ পুলিশকে ভিপি নুরের হুমকি, প্রতিবাদ জানাল  পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ◈ নাতির বয়সী কিছু উপদেষ্টার কারণে সরকারের ভুল হচ্ছে: রিজভী (ভিডিও) ◈ পুলিশকে নিয়ে নুরের বক্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি ◈ এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন শুরু: নকলমুক্ত পরিবেশে সম্পন্নে ৩৩ দফা নির্দেশনা ◈ সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ◈ দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ পুঁজিবাজার থেকে পাচার হয় ১৫ হাজার কোটি টাকা: দেবপ্রিয় ◈ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান ও পরিবারের ৩৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রকাশিত : ২৪ মে, ২০২৫, ১১:০৫ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

মাঠ কাঁপা‌তে জুনে দে‌শে আস‌ছেন তিন প্রবাসী ফুটবলার

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল দলে নতুন উন্মাদনা যোগ হ‌চ্ছে প্রবাসী ফুটবলারদের আগমন। জু‌নেই সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়াই বাংলা‌দেশ দ‌লের, লাল-সবুজের ‘পোস্টার বয়’ হামজা চৌধুরী আগামী ২ জুন ঢাকায় পা রাখবেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরপর ৩ জুন দেশে আসবেন কানাডিয়ান বংশোদ্ভূত ফুটবলার সমিত সোম এবং এর আগেই, ৩০ মে দেশে আসছেন ফাহমিদুল ইসলাম।

আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজা ও সমিতের অংশগ্রহণ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সদ্য শেষ হওয়া মৌসুম এবং ব্যক্তিগত ব্যস্ততা থেকে ফিরে তাদের ক্লান্তি বিবেচনায় রেখে ম্যাচটিতে বিশ্রামে রাখা হতে পারে এই দুই ফুটবলারকে।

জাতীয় দলের ম্যানেজার আমের খান গণমাধ্যমকে বলেন, হামজার তো অনেক ব্যস্ততা আছে সেখানে। সেগুলো শেষ করতে পারলে ফ্লাইটের সূচি অনুযায়ী ২ জুন সে ঢাকায় পৌঁছাবে। আমরা চাচ্ছি কোনোভাবে যদি তাকে আগে আনা যায়।

সমিত সোমের ক্লাব ম্যাচ রয়েছে ৩১ মে, আর হামজার শেষ ম্যাচ ২৪ মে। তাই ক্যাম্পের শুরু থেকে তাদের পাওয়া কঠিন হতে পারে বলেও জানান আমের খান। ৩০ মে থেকে শুরু হওয়া ক্যাম্পে অবশ্যই থাকবেন ফাহমিদুল ইসলাম, যিনি স্প্যানিশ কোচের অধীনে প্রথম দিন থেকেই অনুশীলনে অংশ নেবেন।

ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে ঘিরেই মূল স্কোয়াড গঠনের পরিকল্পনা চলছে। জাতীয় দলের ম্যানেজার আরও জানান, কোচ কয়েকটা ম্যাচ দেখবেন। এরপর উনার যে পরিকল্পনা আছে, স্কোয়াড আছে, ওইটা নিয়ে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে আলাপ-আলোচনা করে দল সাজাবেন।

প্রবাসী ফুটবলারদের নিয়ে তৈরি হওয়া উন্মাদনায় নতুন আশার আলো দেখছে দেশের ফুটবলপ্রেমীরা। এবার মাঠে সেই আশার প্রতিফলন দেখতে মুখিয়ে আছেন সবাই। তথ‌্যসূত্র, চ‌্যা‌নেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়