মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে দলীয় নীতি আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার ও শনিবার তাদেরকে বহিষ্কার করা হয়। এদিকে হতদরিদ্রদের’ জন্য বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল বিতরণে অর্থ আদায়ের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৪ মে) দুপুরে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লিসা রিসিল বলেন, চাল বিতরণে অনিয়মের ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহকে আহ্বায়ক করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল ও মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন কে সদস্য করে কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে উপজেলা বিএনপি, যুবদল ও শ্রমিকদল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দলীয় নীতি ও আদর্শ বিরোধী সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার শামীম এর স্বাক্ষরিত পত্রে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রিপন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মনিরুজ্জামান আদম ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার এর যৌথ স্বাক্ষরে পোগলদিঘা ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ১ সুজন শেখ ও শনিবার উপজেলা যুবদলের আহ্বায়ক এ.কে.এম ফয়জুল কবির তালুকদার শাহীন ও সদস্য সচিব মো. রবিউল ইসলাম এর যৌথ স্বাক্ষরে একই অভিযোগে পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বাবুসহ তিনজনকেই তাদের প্রাথমিক সদস্য পদসহ ও সকল প্রকার পদ থেকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, বিএনপিতে কখনো দূর্ণীতিবাজ কারো জায়গা হবে না। ব্যক্তির দায় কখনও দল নিবে না। ৩ জনকে বহিষ্কার করা হয়েছে। ২ জনকে ভিডিওতে দেখা গেলেও ওই ভিডিওতে একজনকে ৬ হাজার টাকার ‘চাইল পাইতাছো, ২০০ টাকা দিতে কি সমস্যা?’-এ কথা বলতে শোনা গেছে। কণ্ঠটি পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুর। তাই তাকেও বহিষ্কার করেছে যুবদল।