শিরোনাম
◈ মেঘের গর্জনে মৃত্যুর ছায়া: দেড় মাসে ৪০ জনের মৃত্যু, এত বজ্রাঘাতের কারণ কী  ◈ ডলারের দাম বৃদ্ধি, আরও দুর্বল হলো টাকা ◈ ১০ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ◈ এখন পর্যন্ত কত টাকার সম্পদ জব্দ করেছে সরকার, জানালেন প্রেস সচিব ◈ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা ঢাকাসহ ১৪ জেলায়, সতর্ক সংকেত ◈ ডিএসসিসি মেয়রের দায়িত্ব নিয়ে উত্তাল নগর ভবন, মুখ খুললেন ইশরাক হোসেন ◈ বিশ্বব্যাপী ভারতের সর্বদলীয় কূটনৈতিক যুদ্ধ ◈ লুটপাটের অর্থ জনকল্যাণে ব্যবহারে বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে: উপদেষ্টা আসিফ ◈ বিমানের চাকা খুলে পড়ার কারণ ‘বিয়ারিং ফেইলিওর’: তদন্তে দু’টি কমিটি গঠন

প্রকাশিত : ১৯ মে, ২০২৫, ১১:৫৬ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিবর্ণ মেসি, হে‌রেই চ‌লে‌ছে তার দল ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক : পরাজ‌য়ের বৃত্ত যে‌নো ভাঙ‌তেই পার‌ছে না লিও‌নেল মে‌সির্ ইন্টার মায়া‌মি। দল‌টি  মহাদেশীয় প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার পাশাপাশি মেজর লিগ সকারেও (এমএলএস) স্বস্তিতে নেই ফ্লোরিডার ক্লাবটি। সবশেষ ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী ওরল্যান্ডো সিটির কাছে ৩-০ গোলে উড়ে গেছেন মেসি-সুয়ারেজরা।

সোমবার (১৯ মে) নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে ওরল্যান্ডোকে আতিথ্য দেয় মায়ামি। সফরকারীদের হয়ে গোল করেন লুইস মুরিয়েল, মার্কো পাসালিক ও  দাগুর দন থরহালসন। ম্যাচে পারফরম্যান্সের দিক থেকে মলিন মেসি। খেই হারিয়েছিলেন লুইস সুয়ারেজ-ও।

ঘরের মাঠে আজ বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি মায়ামি। ৬৫ শতাংশ বলের দখল রাখা মায়ামি ২১টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র ৪টি। অন্য দিকে মাত্র ৩৫ শতাংশ বলের দখল রেখে ১৬ শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে অরল্যান্ডো সিটি।

হারের পর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ৬ নম্বরে নেমে গেছে ইন্টার মাায়ামি। ১৩ ম্যাচ খেলে ৬ জয়, ৪ ড্র ও ৩ হার মায়ামির। অন্য দিকে এক ম্যাচ বেশি খেলে ২৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে উঠে এল অরল্যান্ডো সিটি।

উল্লেখ্য, দুই বছর পর মায়ামির বিপক্ষে জয়ের মুখ দেখল ওরল্যান্ডো। মেসির খেলার ম্যাচে মায়ামির বিপক্ষে তাদের জয় এটিই প্রথম। ফ্লোরিডা ডার্বিতে মায়ামির চার ম্যাচের অপরাজেয় যাত্রাও থেমে গেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়