এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় তিন আওয়ামী লীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার ছাতিয়ানগ্রামের মোস্তাফিজুর রহমান রতন (৬০) তিনি ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। অপরজন আওয়ামী লীগ কর্মী শহিদুল ইসলাম (৪৫), । উভয়ের গ্রাম উপজেলার নিমাইদীঘি ও গোলাম সাকলাইন তুহিন (৩৫) সান্তাহার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলার সান্দিড়া গ্রামের বাসিন্দা। তাদের কে নিজ নিজ এলাকায় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তাদের কে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।