আবছার তৈয়বী, ইউ.এ.ই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে বিশ্ববিখ্যাত পারফিউম ব্র্যান্ড আল হারামাইন পারফিউমস গ্রুপ-এর সিইও মোহাম্মদ মাহতাবুর রহমান নাছির মর্যাদাপূর্ণ ৮ম গোল্ডেন এক্সিলেন্স অ্যাওয়ার্ড-এ ‘সেরা সুগন্ধি’ ক্যাটাগরিতে ভূষিত হয়েছেন।
গত রোববার (১৮ মে) দুবাইয়ের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে আমিরাতের প্রভাবশালী মন্ত্রী ও রাজপরিবারের সদস্য শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ান তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।
এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ব্যবসায়ী হিসেবে মাহতাবুর রহমান ইউএই সরকারের এই গোল্ডেন এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেন। এ সম্মাননা সংযুক্ত আরব আমিরাতে তাঁর অসামান্য ব্যবসায়িক অবদানের স্বীকৃতি।