শিরোনাম
◈ ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’: রেমিট্যান্সে ৫% কর বসাতে চায় যুক্তরাষ্ট্র, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারত ◈ বড় সুখবর পেলেন প্রবাসীরা ভোটার হওয়া নিয়ে  ◈ বিনিয়োগবান্ধব বাজেট আসছে, অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করার প্রস্তাব ◈ রৌমারীতে পাহাড়ি ঢলে সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে ৩০ হাজার মানুষ ◈ পাকিস্তানকে নরক বলে বিতর্কের ঝড় তুললেন জাভেদ আখতার ◈ অভিনয়ের জন্য হয়রানি? নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে প্রশ্ন ◈ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি নিয়োগে সার্চ কমিটি ◈ ভারতের নিষেধাজ্ঞায়  প্রথম দিনেই রফতানি কমেছে ৬০ শতাংস ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে আ‌রো এক‌টি ম্যাচ বাড়‌লো ◈ ১০ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

প্রকাশিত : ১৯ মে, ২০২৫, ০৮:৪৪ রাত
আপডেট : ১৯ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে ডাকাত রব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক 

মোঃ সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ  হাতিয়া উপজেলায় দুর্ধর্ষ ডাকাত রব বাহিনীর তিন সদস্যকে অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দু’রাউন্ড তাজা কার্তুজ ও দু’টি দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। 

সোমবার (১৯ মে) বিকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন বিসিজি দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। আটককৃতরা হলেন, মো. মোস্তফা (৫০), মো. মিরাজ (৪৫) ও মো. সবুজ (৪২)। তারা সবাই নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন টাংকির ঘাট এলাকার বাসিন্দা।

বিসিজি দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশিদ জানান, দীর্ঘদিন ধরে নোয়াখালীর হাতিয়ার টাংকির ঘাট এলাকায় দুর্ধর্ষ রব বাহিনীর একটি সক্রিয় ডাকাত দল বিভিন্ন ব্যবসায়ী ও সমুদ্রগামী বোটের নিকট প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলন, ডাকাতি, জমি দখল ও বিভিন্ন অপকর্মসহ অবৈধ উপায়ে মাছঘাট পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বিসিজি স্টেশন হাতিয়া এবং নৌ-পুলিশের সমন্বিত অভিযানে টাঙ্কির ঘাট এলাকা থেকে ডাকাত রব বাহিনীর প্রধান আব্দুর রবের বাড়ি তল্লাশি করা হয়। এ সময় পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দু’রাউন্ড তাজা কার্তুজ, দু’টি দেশীয় অস্ত্রসহ তিনজন দুর্ধর্ষ ডাকাত সদস্যকে আটক করা হয়। পরে তাদেরকে আজ সোমবার সকালে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়