শিরোনাম
◈ পাকিস্তানকে নরক বলে বিতর্কের ঝড় তুললেন জাভেদ আখতার ◈ অভিনয়ের জন্য হয়রানি? নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে প্রশ্ন ◈ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি নিয়োগে সার্চ কমিটি ◈ ভারতের নিষেধাজ্ঞায়  প্রথম দিনেই রফতানি কমেছে ৬০ শতাংস ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে আ‌রো এক‌টি ম্যাচ বাড়‌লো ◈ ১০ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ◈ আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই: সালাহউদ্দিন আহমদ ◈ সর্বনিম্ন এডিপি বাস্তবায়নে রেকর্ড গড়ল ২০২৪-২৫ অর্থবছর ◈ এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি সাময়িক স্থগিত ◈ মেঘের গর্জনে মৃত্যুর ছায়া: দেড় মাসে ৪০ জনের মৃত্যু, এত বজ্রাঘাতের কারণ কী 

প্রকাশিত : ১৯ মে, ২০২৫, ০৫:৩৯ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

শামীম মীর গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : গৌরনদীতে সরকারি খাল দখল করে নির্মাণাধীন অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় আব্দুস সালাম মাঝি (৫৩) নামের এক বিএনপি নেতাকে দায়ী করে কুপিয়ে জখম করেছে খাল দখলকারীরা।

গুরুত্বর আহত সালাম মাঝিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে জেলার গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামে। আহত সালাম মাঝি বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ধানডোবা গ্রামের বাসিন্দা।

আহত বিএনপি নেতার ছেলে ছাত্রদল নেতা আরমান মাঝি অভিযোগ করে বলেন, ধানডোবা এলাকার সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মান করে আসছিলো একই গ্রামের সরোয়ার চৌকিদার। খবর পেয়ে রবিবার (১৮ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আরমান মাঝি আরও বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের ওই ঘটনায় আবার বাবা আব্দুস সালামকে দায়ী করে আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে খাল দখলকারী সরোয়ার চৌকিদারের নেতৃত্বে তার সহযোগি কাসেম চৌকিদার ও আলিমসহ অন্যান্যরা কুপিয়ে জখম করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হামলার বিষয়ে জানতে অভিযুক্ত সরোয়ার চৌকিদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানা লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়