শিরোনাম
◈ বাজেটে দুর্বল পরিকল্পনা ও কর ব্যবস্থায় গলদ, সংস্কারে জোর তাগিদ সিপিডির ◈ রাষ্ট্র সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের ডাক এনসিপির, তুলে ধরা হলো ৭ দৃষ্টিভঙ্গি ◈ মে‌হেদী মিরাজ‌কে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি ◈ ভারতে পালানোর সময় বেনাপোলে কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক জামিল গ্রেফতার ◈ আমরা সংস্কার চাই,তবে সেটি অবশ্যই প্রয়োজন এবং সক্ষমতা অনুযায়ী হতে হবে : নজরুল ইসলাম খান ◈ শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে সুখবর দিলেন পরিকল্পনা উপদেষ্টা ◈ ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ পদে পদোন্নতি পেলেন ১২ পুলিশ কর্মকর্তা ◈ আ.লীগ ছাড়া নির্বাচনের প্রশ্নে উত্তর দেওয়ার সময় আসেনি, বললেন ইসি মাছউদ ◈ নুসরাত ফারিয়া গ্রেপ্তার নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চলবে, কোনো মেয়াদ নেই

প্রকাশিত : ১৯ মে, ২০২৫, ১১:৫৬ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিবর্ণ মেসি, হে‌রেই চ‌লে‌ছে তার দল ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক : পরাজ‌য়ের বৃত্ত যে‌নো ভাঙ‌তেই পার‌ছে না লিও‌নেল মে‌সির্ ইন্টার মায়া‌মি। দল‌টি  মহাদেশীয় প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার পাশাপাশি মেজর লিগ সকারেও (এমএলএস) স্বস্তিতে নেই ফ্লোরিডার ক্লাবটি। সবশেষ ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী ওরল্যান্ডো সিটির কাছে ৩-০ গোলে উড়ে গেছেন মেসি-সুয়ারেজরা।

সোমবার (১৯ মে) নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে ওরল্যান্ডোকে আতিথ্য দেয় মায়ামি। সফরকারীদের হয়ে গোল করেন লুইস মুরিয়েল, মার্কো পাসালিক ও  দাগুর দন থরহালসন। ম্যাচে পারফরম্যান্সের দিক থেকে মলিন মেসি। খেই হারিয়েছিলেন লুইস সুয়ারেজ-ও।

ঘরের মাঠে আজ বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি মায়ামি। ৬৫ শতাংশ বলের দখল রাখা মায়ামি ২১টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র ৪টি। অন্য দিকে মাত্র ৩৫ শতাংশ বলের দখল রেখে ১৬ শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে অরল্যান্ডো সিটি।

হারের পর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ৬ নম্বরে নেমে গেছে ইন্টার মাায়ামি। ১৩ ম্যাচ খেলে ৬ জয়, ৪ ড্র ও ৩ হার মায়ামির। অন্য দিকে এক ম্যাচ বেশি খেলে ২৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে উঠে এল অরল্যান্ডো সিটি।

উল্লেখ্য, দুই বছর পর মায়ামির বিপক্ষে জয়ের মুখ দেখল ওরল্যান্ডো। মেসির খেলার ম্যাচে মায়ামির বিপক্ষে তাদের জয় এটিই প্রথম। ফ্লোরিডা ডার্বিতে মায়ামির চার ম্যাচের অপরাজেয় যাত্রাও থেমে গেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়