শিরোনাম
◈ এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি সাময়িক স্থগিত ◈ মেঘের গর্জনে মৃত্যুর ছায়া: দেড় মাসে ৪০ জনের মৃত্যু, এত বজ্রাঘাতের কারণ কী  ◈ ডলারের দাম বৃদ্ধি, আরও দুর্বল হলো টাকা ◈ ১০ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ◈ এখন পর্যন্ত কত টাকার সম্পদ জব্দ করেছে সরকার, জানালেন প্রেস সচিব ◈ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা ঢাকাসহ ১৪ জেলায়, সতর্ক সংকেত ◈ ডিএসসিসি মেয়রের দায়িত্ব নিয়ে উত্তাল নগর ভবন, মুখ খুললেন ইশরাক হোসেন ◈ বিশ্বব্যাপী ভারতের সর্বদলীয় কূটনৈতিক যুদ্ধ ◈ লুটপাটের অর্থ জনকল্যাণে ব্যবহারে বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে: উপদেষ্টা আসিফ

প্রকাশিত : ১৯ মে, ২০২৫, ০৩:০৮ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পালানোর সময় বেনাপোলে কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক জামিল গ্রেফতার

আইরিন হক, বেনাপোল প্রতিনিধি (যশোর): ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক জামিল আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ। তার নামে বিষ্ফোরকসহ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে দালাল চক্রের মাধ্যমে ভারতে পালানোর চেষ্টা করছিল এই যুবলীগ নেতা। তবে এইগ যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা থাকলেও ইমিগ্রেশন পুলিশের খাতায় তাকে কালো তালিকার আসামী হিসাবে ভ্রমনে নিষেধাজ্ঞা জারী করা ছিলনা।

গ্রেফতারকৃত যুবলীগ নেতার বাড়ি গাইবান্দার গবিন্দগঞ্জ থানায় বিষ্ফোরন আইনে তার নামে  মামলা রয়েছে। 

এদিকে ভারতে পালানোর সময় বেনাপোল থেকে  গত ৮ মাসে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে  গণহত্যাসহ ক্ষমতার অপব্যবহারকারী বিভিন্ন মামলার ১১  আসামীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ও বিজিবি সদস্যরা। গ্রেফকৃতরা সবাই আ,লীগের নেতা,কর্মী ও ৫ আগষ্টের পর এদের নামে বিভিন্ন মামলা হয়েছির।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইব্রাহিম খলিল জানান,  জামিল আহম্মেদ নামে ঐ পাসপোর্টধারী ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে তার আচারন সন্দেহ জনক হয়। এসময় প্রথমে সে মামলার বিষয়ে অস্বিকার করলেও পরে তথ্য যাচায় করে মামলার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, কালো তালিকার কোন আসামীরা যাতে পালাতে না ইমিগ্রেশন পুলিশ সতর্ক থেকে কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়