শিরোনাম
◈ আওয়ামী লীগের সমর্থক হলেও বিএনপিতে আসতে পারেন, যদি দোসর না হন: আমীর খসরু (ভিডিও) ◈ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা, এলাকাগুলো হলো ◈ বিদ্যুতের অভাবে বেনাপোল ইমিগ্রেশনে এক ঘন্টা আটকে পাসপোর্টধারীরা, বাণিজ্যে অচলাবস্থা! ◈ আইএমএফ’র শর্তে অর্থনীতিতে বাড়ছে শঙ্কা, বিকল্প খোঁজার তাগিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের পর এনসিপি সামনে কী করতে চায়? ◈ মধ্যপ্রাচ্যে ট্রাম্পের সফরসঙ্গী ফিফা প্রেসিডেন্ট: কড়া সমা‌লোচনায় ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ◈ রা‌তে এফএ কাপ ফাইনাল খেল‌তে মা‌ঠে নাম‌বে ম্যানচেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস ◈ বংশালে নকল ক্যাবল কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল ক্যাবলসহ দুইজন গ্রেফতার ◈ ২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা  ◈ যুক্তরাষ্ট্রের শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই : ড. দেবপ্রিয়

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৫:৫৯ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

রা‌তে এফএ কাপ ফাইনাল খেল‌তে মা‌ঠে নাম‌বে ম্যানচেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস রা‌তে এফএ কাপের ফাইনালে রাতে মুখোমুখি হবে । শনিবার (১৭ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে খেলা শুরু হ‌বে। 

প্রিমিয়ার লিগের পর ইংলিশ ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় এই কাপ টুর্নামেন্টের শিরোপা এর আগে ৮ বার জিতেছে সিটি। সবকিছুর বিচারে এই ম্যাচে ফেভারিট গার্দিওলার দল।

মৌসুমটা ভালোভাবে শুরু করতে না পারলেও, শেষ অংশে এসে ছন্দ ফিরে পায় সিটিজেনরা। এই ম্যাচেও পুরোনো ইনজুরিতে রদ্রি, নাথান আকে, অস্কার বব ও জন স্টোনকে পাবে না ক্লাবটি।

দলের স্ট্রাইকার আর্লিং হলান্ডের মতে, ‘ভয়ঙ্কর মৌসুম’ কাটছে তাদের। অনেক আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ে তারা। নতুন আঙ্গিকে শুরু হওয়া চ‍্যাম্পিয়নস লিগে বিদায় নেয় নকআউট পর্বের প্লে-অফ থেকে।

প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে রয়েছে সিটি। এখনও পরের আসরের চ‍্যাম্পিয়নস লিগে তাদের খেলা নিশ্চিত নয়। কোচ গার্দিওলার মতে, ভীষণ বাজে মৌসুম থেকে উদ্ধারের জন‍্য এফ কাপ শিরোপা-ও যথেষ্ট হবে না।
তিনি বলেন, টানা তৃতীয়বারের মতো আমরা এখানে আছি এবং আমাদের ভালো খেলতে হবে। আমরা লন্ডনে যাব শিরোপা জিততে।

অপরদিকে, গত ১২০ বছর ধরে বড় কোন শিরোপা জিততে পারেনি ক্রিস্টাল প্যালেস। এই ম্যাচে জয় পেলে শতবর্ষের আক্ষেপ মিটবে ক্লাবটির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়