শিরোনাম
◈ নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বরখাস্ত সৈনিক নাইমুল গ্রেফতার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধে চাঙ্গা বিএনপি ও এনসিপি! ◈ কলমবিরতি বনাম কাঠামো পরিবর্তন: এনবিআর বিতর্কে উত্তপ্ত পরিস্থিতি ◈ অঙ্কনের দারুণ ইনিংস স‌ত্বেও নিউ‌জিল‌্যা‌ন্ডের কা‌ছে ৭০ রানে হারলো বাংলা‌দেশ  ◈ ফের নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতকারীরা : বাংলাদেশ ব্যাংক ◈ ইন্টারনেটের দাম কমাচ্ছে সরকার : আসিফ মাহমুদ ◈ ৭ কলেজের শিক্ষার্থীদের আবারও মাঠে নামার হুঁশিয়ারি (ভিডিও) ◈ আওয়ামী লীগের সমর্থক হলেও বিএনপিতে আসতে পারেন, যদি দোসর না হন: আমীর খসরু (ভিডিও) ◈ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা, এলাকাগুলো হলো ◈ বিদ্যুতের অভাবে বেনাপোল ইমিগ্রেশনে এক ঘন্টা আটকে পাসপোর্টধারীরা, বাণিজ্যে অচলাবস্থা!

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৭:০৪ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুতের অভাবে বেনাপোল ইমিগ্রেশনে এক ঘন্টা আটকে পাসপোর্টধারীরা, বাণিজ্যে অচলাবস্থা!

আইরিন হক, বেনাপোল(যশোর) প্রতিনিধি: মাসে তিন থেকে ৪ দিন নানান কারন দেখিয়ে বেনাপোল বন্দর এলাকায় সকাল -সন্ধ্যা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে বিদ্যুৎ বিভাগ। এতে ঘন ঘন  লোড শেডিংয়ের কবলে পড়ে মারাত্বক ভাবে ব্যহত হচ্ছে বেনাপোল ইমিগ্রেশন,কাস্টমস ও বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। দির্ঘদিন ধরে বন্দর এলাকায় নিরবাচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি থাকলেও তা বাস্তবায়ন হয়নি। 

বানিজ্যক সংশিষ্টরা জানান, দেশের স্থলপথে ভারতের সাথে যে বানিজ্য বা পাসপোর্টধারী যাতায়াত হয়ে থাকে তার ৮০ শতাংস হয় বেনাপোল বন্দর ব্যবহার করে। এক কিলোমিটারের বন্দর এরাকায় স্থাপিত রয়েছে বন্দর,কাস্টমস ও ইমিগ্রেশন অফিস। এছাড়া বাণিজ্যিক সার্থে এ অঞ্চলে   গড়ে উঠেছে  সহস্রধীক সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি,রফতানির সাথে সম্পৃক্ত আরো কয়েক শত প্রতিষ্ঠান। বর্তমানে এসব সেক্টরে অনলাইন সংযুক্ত হওয়ায় ম্যানুয়াল পদ্ধতি একেবারেই উঠে গেছে। এতে বিদ্যুৎ নির্ভর হয়ে অনলাইন সার্ভারে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ন করতে হয়।

তবে বন্দর এলাকাটিতে প্রথম থেকেই বিদ্যুৎ সরবরাহ নিয়ে রয়েছে বিভিন্ন মহলের ক্ষোভ। মাসের মধ্যে কমপক্ষে ৪ দিন বিদ্যুৎ অফিস দিনভর বিদ্যুৎ সরবাহ বন্ধ রাখে। এছাড়া প্রতিদিন দুই- একবার লোড শেডিং তো আছেই। এতে বিপত্তিতে পড়তে হচ্ছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সচল রাখাতে। নিবরচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না পেয়ে বাধ্য হয়ে এসব প্রতিষ্ঠান বিকল্প ব্যবস্থায় জেনেরেটর উপর নির্ভরশীল হতে হয়েছে। তবে টানা ৮ থেকে ১০ ঘন্টা এসব জেনেরেটর বিদ্যুৎ সাপ্লায়ের সক্ষমতা না থাকায় অচল হয়ে পড়ছে এসব প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। কখনো আমদানি বাণিজ্য স্থবির হয়ে পড়ছে আবার কখনো ইমিগ্রেশন কার্যক্রম  ঘন্টার পর ঘন্টা বন্ধ হয়ে পড়ায় আটতে পড়তে হচ্ছে পাসপোর্টধারীদের। 

এদিকে এসব প্রতিষ্ঠানে  সেবা নিয়েও প্রশ্ন তুলেছেন পাসপোর্টধারীরা। যাত্রী সেবায় ইমিগ্রেশন ও বন্দরে এসি বা ফ্যান থাকলেও চালান না কর্তৃপক্ষ। সরবরাহ নাই বিশুদ্ধ পানি পর্যন্ত। তবে ইমিগ্রেশন ও বন্দর কর্তৃপক্ষ যাত্রী সেবা বাড়াতে ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনিতা উপলধ্বি করলেও ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি।

ভারত ফেরত পাসপোর্টধারীরা জানান, বিদ্যুৎ না থাকায় ইমিগ্রেশনে এক ঘন্টা আটকে থাকতে হয়েছে। বিদ্যুৎ থাকলেও এসি, ফ্যান চালায় না তারা। গরমে ভোগান্তি। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, বিদ্যুৎতের অভাবে বানিজ্য অচলাবস্থার মধ্যে পড়েছে। বন্দর এলাকায় ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ চালু রাখার দাবি জানাচ্ছি।

বেনাপোল আমদানি,রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে বছরে ৬০  হাজার কোটি টাকার আমদানি,রফতানি বানিজ্য ও ২২ লাখ পাসপোর্টধারী যাতায়াত করে থাকে। বছরে সরকার ১০ হাজার কোটি টাকা রাজস্ব পায় এ বন্দর থেকে। বর্তমানে জেনেরেটরের উপর নির্ভরশীল হয়ে বানিজ্য সম্পাদন করতে হচ্ছে। বন্দর,কাস্টমস ইমিগ্রেশনে জেনেরেটর থাকলেও দির্ঘ সময় বিদ্যুৎ সাপ্লায় দিতে পারে না। 

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইব্রাহিম জানান, শনিবার সকাল ৯ টা থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ থাকবে না জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। আমাদের যে জেনেরেটর আছে সেটা একটানা ৩ ঘন্টার বেশি সার্ভিস দিতে পারেনা। এ কারনে কমপিউটার বন্ধ হয়ে পড়ায় এক ঘন্টার মত পাসপোর্টধারীদের কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। যাত্রী সেবা নিশ্চিত করতে নিরবাচ্ছিন্ন বিদ্যুৎ সেবা থাকা জরুরী জানান তিনি।

বেনাপোল পল্লি বিদ্যুৎ অফিসের এজিএম হাসিবুল ইসলাম  জানান, কোন এলাকায় ২৪ ঘন্টা বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে হলে আলাদা একটা  সাব ষ্টেশন, ৩৩ কেবি লাইন স্থাপন ও   আলাদা এক গ্রিড থেকে লোড নিতে হবে । কিন্তু এ ব্যবস্থা বেনাপোলে  না থাকায় জরুরী কাজে বা দূর্যোগকালিন সময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হচ্ছে। তবে বেনাপোল বন্দরকে গুরুত্ব দিয়ে ২০২০ সালে বেনাপোল গ্রিড স্থাপন হয়েছে। এ ধরনের উন্নয়ন কার্যক্রম তাদের চলমান আছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়