শিরোনাম
◈ উড্ডয়নের সময় পড়ে গেল চাকা, ৭‌১ যাত্রী নিয়ে শাহজালালে নিরাপদে অবতরণ ◈ গভীর রাতে সীমান্তে ৭৫০ জনকে পুশইন চেষ্টা, বিজিবি ও জনতার প্রতিরোধে পিছু হটলো বিএসএফ ◈ আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি, খেলবেন চিলি ও কলম্বিয়ার বিরুদ্ধে  ◈ রা‌শিয়ার `সম্রাট" বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র, দাম ৩৫ মি‌লিয়ন ডলার ◈ ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের ঝুঁকি আসলে কতটা? ◈ নয়া কৌশলে মাঠে নেমেছে আওয়ামী লীগ ! ◈ ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের, চারদিনে উত্তপ্ত সীমান্ত সংঘর্ষ ◈ এবার মমতাজের তৃতীয় স্বামী যে চাঞ্চল্যকর তথ্য দিলেন! ◈ মিশা সওদাগরকে ঘিরে ভাইরাল মারধরের ভিডিও ভুয়া, হাঁটুর অস্ত্রোপচারের জন্যই হাসপাতালে ◈ কাতারের ৪০০ মিলিয়ন ডলারের বিমান 'উপহার': ট্রাম্পের বিপক্ষে যাচ্ছেন তার সমর্থকরাও

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ১০:০৮ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভুটান উই‌মেন্স লি‌গে পা‌রো এফ‌সি‌র ২৮ গোলে জয়, ৭ হ্যাটট্রিকসহ ২৫ গোল ক‌রে‌ছেন বাংলাদেশিরা

স্পোর্টস ডেস্ক :  রী‌তিমত গোল উৎসব ভুটান উইমেন্স ন্যাশনাল লিগে! বৃহস্পতিবার (১৫ মে) থিম্পুতে পারো এফসি যে পারফরম্যান্স দেখালো, তা রীতিমতো অবিশ্বাস্য। সামৎসে এফসিকে তারা উড়িয়ে দিয়েছে ২৮–০ গোলে। এই বিশাল জয়ে বড় অবদান বাংলাদেশের চার সাফজয়ী ফুটবলারের- সাবিনা খাতুন, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া এবং ঋতুপর্ণা চাকমার।

ম্যাচে একাই ৯ গোল করে ‘ট্রিপল হ্যাটট্রিক’ পূর্ণ করেন সাবিনা খাতুন। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই। গোল উৎসবের শুরুটা হয়েছিল ম্যাচের ৯ মিনিটে, শেষ হয় অতিরিক্ত সময়ে। যেন প্রতিপক্ষ সামৎসের জন্য তা ছিল এক দুঃস্বপ্নের রাত।

বাংলাদেশের ফুটবলারদের দাপট ছিল চোখে পড়ার মতো। মনিকা করেন ৭ গোল, সুমাইয়া ৫ এবং ঋতুপর্ণা করেন ৪টি। মোট ২৫ গোলই এসেছে বাংলাদেশের চার ফুটবলারের পা থেকে। এই জয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিলো পারো এফসি।

এই ম্যাচের আগেও ভুটানের মাঠে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের কৃষ্ণা রানী সরকার। ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে জোড়া গোল করে ম্যাচসেরা হন তিনি। অন্যদিকে, ১০ মে মারিয়া মান্দার থিম্পু সিটিও ১০ জনের দল নিয়েও জয় পেয়েছিল, যেখানে গোল করেন মারিয়া।

ভুটানের নারী লিগে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন পারো এফসি এবারও শিরোপা ধরে রাখতে চায়। সে লক্ষ্যেই ছয়জন বিদেশি নিয়ে দল গড়েছে, যার মধ্যে চারজনই বাংলাদেশের। ১০ মে শুরু হওয়া লিগে এটাই ছিল পারো এফসির প্রথম ম্যাচ। শক্তিশালী এই পারফরম্যান্স নিঃসন্দেহে তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে। তথ‌্যসূত্র: চ‌্যা‌নেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়