শিরোনাম
◈ বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিতে টেকসই সংস্কারে জাতিসংঘের সহযোগিতার আশ্বাস ◈ মুস্তা‌ফিজ‌কে আই‌পিএ‌লে তিন ম্যাচের জন্যই এনওসি দি‌লো বি‌সি‌বি ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলা‌দেশ ইমা‌র্জিং দল ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো টানা তৃতীয়বার সর্বোচ্চ, এবা‌রের আয় সা‌ড়ে ৩ হাজার কো‌টি টাকা ◈ নারীর ডাকে মৈত্রী যাত্রা: বৈষম্য-সহিংসতা প্রত্যাখ্যান করে ন্যায়ভিত্তিক সমাজের শপথ ◈ আই‌পিএল: মুস্তা‌ফিজ‌কে দলে নি‌য়ে ভারতীয়দের বিতর্কের মুখে দিল্লি ক‌্যা‌পিটালস ◈ শনিবার খোলা থাকবে ব্যাংক ও শেয়ার বাজার ◈ আমরা সঠিক পথে এগোচ্ছি এবং জনগণ আমাদের সঙ্গে আছে: মুহাম্মদ ইউনূস ◈ সাম্য হত্যা: শাহবাগ থানা ঘেরাও, আসামিদের গ্রেপ্তারে আলটিমেটাম (ভিডিও) ◈ নাশকতার বিষয়ে সর্বোচ্চ সতর্ক পুলিশ: ডিএমপি কমিশনার

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ১২:৫০ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে পুকুরে পড়ে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রথম শ্রেনীর দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। তারা দুজন সম্পর্কে খালাতো ভাই। বৃহস্পতিবার (১৫মে) বিকেলে লক্ষ্মীপুর পৌর এলাকার বাঞ্চানগর গ্রামের আবদুল আজিজ ভূঁইয়া বাড়ি এলাকায় এমন ঘটনা ঘটে। নিহতরা হলেন নাদিম হাসান (৮) ও জিহাদ হোসেন (৬)। নাদিম হাসান পৌর ৩নং ওয়ার্ডের আব্দুল আজিজ ভূইয়া বাড়ির মো. মোহনের ছেলে ও জিহাদ হোসেন মধ্য কেরোয়া ইউনিয়নের পাটোয়ারী বাড়ির জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বাঞ্চানগর নানার বাড়িতে বেড়াতে আসেন রায়পুর উপজেলার জাকির হোসেনের ছেলে জিহাদ হোসেন ও বাঞ্চানগর গ্রামের মো. মোহনের ছেলে নাজিম হোসেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিলেন দুই শিশু।  খেলাধুলার এক পর্যায়ে বাড়ির পুকুরে ডুবে যায় তারা। এরপর আর উঠতে পারেনি, দীর্ঘক্ষন খোঁজাখুজির পর পুকুরে একে একে ভেসে উঠে জিহাদ ও নাদিম। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষনা করেন। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবার ও এলাকা জুড়ে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালে নেয়ার আগে মারা যান দুই শিশু। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ বলেন, এটি একটি মর্মান্তিক দূর্ঘটনা। যেহেতু এটি দূর্ঘটনা এবং পরিবারের কোন অভিযোগ নেই। এই কারনে ময়নাতদন্ত ছাড়া দাফন করতে কোন সমস্যা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়