শিরোনাম
◈ চার দশক পর জাতিসংঘের মঞ্চে নেতৃত্বের দৌড়ে বাংলাদেশ ◈ ইসরায়েলের ভয়াবহ হামলায় গাজায় নিহত ছাড়ালো ২৫০ ◈ এক চাকা খুলে পড়া অবস্থায়ও প্রথম চেষ্টায় অবতরণ: উত্তেজনাপূর্ণ শেষ ৩ মিনিটে কী আলোচনা করেছেন পাইলট ও এটিসি ◈ ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদ: মঈন খান (ভিডিও) ◈ ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা ◈ যে ৮ জেলায় সকালের মধ্যে ঝড় হতে পারে ◈ তিন ধাপে জালনোট তৈরির ভয়ংকর ফাঁদ (ভিডিও) ◈ ‘শয়তানের নিঃশ্বাসে’ সম্মোহিত: আত্মীয় সেজে প্রবাসীর সর্বস্ব লুটে নিলো প্রতারক নারী (ভিডিও) ◈ জবি আন্দোলনে আলোচিত দিপ্তী চৌধুরী (ভিডিও) ◈ সব দলের রাজনীতি এখন আ.লীগের কাছে বিক্রি হয়ে গেছে: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ০৫:৪৭ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীর লাউকাঠি নদী থেকে স্কুল ছাত্রের লা'শ উদ্ধার

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালীর লাউকাঠী নদীতে গোসল করতে নেমে রাহুল সমাদ্দার (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাহুল নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। এক পর্যায়ে সে স্রোতের টানে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর নদী থেকে রাহুলের নিথর দেহ উদ্ধার করা হয়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। স্বজনদের কান্নায় ঘটনাস্থলে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
 
রাহুল সমাদ্দার স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্র ছিল বলে জানা গেছে। তার অকাল মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইমতিয়াজ জানান লাশ উদ্ধার করে পরিবরে কাছে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়