মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদী থেকে ভাসমান অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত ) এস এম সাকিল হাসান জানান, সকালে গুচ্ছগ্রামের সামনে তত্তিপুর শ্মশান ঘাট এলাকায় পাগলা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশের গলায় বালুর বস্তা বেঁধে নদীতে ফেলা হয়েছিল। মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি সাকিল।