শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিষয়ে আন্তর্জাতিক কোনো প্রতিক্রয়া লক্ষ্য করা যায়নি: প্রেস সচিব ◈ লালমনিরহাট, কুড়িগ্রাম ও কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ◈ জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার ◈ বিকৃত মস্তিষ্কের মানুষ মুফতি তালহা, বললেন হ্যাপি; পাল্টা অভিযোগ স্বামীরও (ভিডিও) ◈ ছাড়া পেলেন বোতলকাণ্ডের সেই শিক্ষার্থী, তুললেন ছবি উপদেষ্টা মাহফুজের সঙ্গে ◈ চাকরির চেয়ে ফ্রিল্যান্সিং কেন বেশি লাভজনক? ◈ নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন‌শি‌পের ফাইনালে বাংলাদেশ ◈ এনসিপির যুব উইং ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, ঘোষণাপত্রে যা বলা আছে (ভিডিও) ◈ নিষেধাজ্ঞার পর গোপনে সক্রিয়তা: পাল্টে যাবে কি আওয়ামী লীগের কৌশল? ◈ বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিতে টেকসই সংস্কারে জাতিসংঘের সহযোগিতার আশ্বাস

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ০৩:০২ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

উড্ডয়নের সময় পড়ে গেল চাকা, ৭‌১ যাত্রী নিয়ে শাহজালালে নিরাপদে অবতরণ

পেছনের একটি চাকা ছাড়াই ঢাকার পথে রওনা দেয় বিমানের ফ্লাইট

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা দেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি ৪৩৬ ফ্লাইটটিতে ৭‌১ জন যাত্রী ছিলেন। উড়োজাহাজটি ঢাকায় অবতরণ করেছে। একটি চাকা ছাড়াই রানওয়েতে অবতরণের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। যাত্রী ও উড়োজাহাজ নিরাপদ আছে। 

শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি।

উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান, তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। ফ্লাইটটি ইমারজেন্সি ঘোষণা করা হয়েছে।  বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছে, পেছনের এক চাকাতেও বিমান জরুরি অবতরণ করতে পারে। উড়োজাহাজটি মাত্র ঢাকায় অবতরণ করেছে। একটি চাকা ছাড়াই রানওয়েতে অবতরণের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। যাত্রী ও উড়োজাহাজ নিরাপদ আছে।

এর আগে বিমানের ফ্লাইট সেফটি বিভাগ জানায়, পেছনের একটি চাকা ছাড়াই উড়োজাহাজ ল‍্যান্ড করানো সম্ভব। এক্ষেত্রে পাইলটের দক্ষতা গুরুত্বপূর্ণ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়