চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুড়িগ্রামে
অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি : গতকাল রাত থেকে অবিরাম বৃষ্টি হওয়ায় কুড়িগ্রামে জনজীবনে বিপর্যয় দেখা দিয়েছে।
বৃষ্টির কারণে শহরের অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তা গুলো ছোট ছোট গর্ত থাকায় বৃষ্টিতে অনেক জায়গায় পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পথচারীদরে চলাচলে দুর্ভোগে পড়েছে। বর্তমানে চলছে ধান কাটামাড়াই এর মৌসুম। গত ২৪ ঘন্টায় জেলায় ১৫০ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষনাগার অফিস।
এদিকে বৃষ্টিপাত বেশি হওয়ায় নীচু ধানক্ষেত গুলো পানিতে তলিতে যাওয়ায় বিপাকে পড়েছে কৃষকরা। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান, বুধবার রাতে চলতি মৌসুমে এখন র্পযন্ত সর্বোচ্চ বৃষ্টি পাত হয়েছে। আগামী ২০ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এদিকে বৃষ্টির কারণে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, ফায়ার সার্ভিস অফিস, সরকারী স্কুল মাঠ, রৌমারীপাড়া, মোল্লাপাড়া, টাপু ভেলা কোপা, চর হরকেশসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।