শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় ইমিগ্রেশন পুলিশের এএসপি প্রত্যাহার, আরও দুজন সাময়িক বরখাস্ত ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও)

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৬:১০ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

৫ কেজি শুঁটকি দি‌য়ে এক দর্শক কিন‌লেন সেমিফাইনালের টিকিট

স্পোর্টস ডেস্ক: নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট ই‌তিহাস গড়ার দ্বারপ্রান্তে, তারা প্রথমবারের মতো ইউরোপীয় কোনো প্রতিযোগিতার ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে। উয়েফা ইউরোপা লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ (বৃহস্পতিবার) টটেনহ্যামের বিপক্ষে খেলবে নরওয়েজীয় ক্লাবটি। একে তো ঘরের মাঠ, তার ওপর সেমিফাইনালের মতো বড় ম্যাচ, যা কিছুতেই হাতছাড়া করতে চাননি বোডো-গ্লিমটের এক সমর্থক। কিন্তু এজন্য তিনি যা করেছেন, তা রীতিমতো খবরের শিরোনাম!  ঢাকাপোস্ট

দিবাগত রাত ১টায় আর্কটিক সার্কেলের আস্পমাইরা স্টেডিয়ামে টটেনহ্যামকে আতিথ্য দেবে বোডো/গ্লিমট। এই মাঠের দর্শক ধারণক্ষমতা ৫০ হাজার। কিন্তু বাকি ছিল মাত্র ৪৮০ সিট, কিন্তু তাও যে দুষ্প্রাপ্য। তার ওপর টিকিটের দাম বেশ চড়া। সে কারণে বোডো/গ্লিমটের এক সমর্থক ও (পেশায়) শুঁটকি ব্যবসায়ী টোরবিয়র্ন এইডা নিজের পণ্যকেই টিকিটের বিনিময়মূল্য হিসেবে ব্যবহার করেছেন। এরপর কালোবাজারি থেকে মিলেছে বহুল কাঙ্ক্ষিত ম্যাচের টিকিট।

মূলত নরওয়ের সেনজা এলাকায় বোকনাফিস্ক নামে মাছের একটি আড়তের প্রোডাকশন ম্যানেজার এইডা। নিজেদেরই ফার্ম থেকে তিনি পাঁচ কেজি শুকনো মাছের বিনিময় করেন টিকিটের জন্য। নরওয়ের সুস্বাদু এই খাবারের দাম দাঁড়ায় আড়াই হাজার নরওয়েজিয়ান ক্রাউন বা ২৪৩ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ হাজার টাকার কাছাকাছি। বেশ চাহিদা থাকার সুবাদেই আরাধ্য টিকিটটি হাতে পেলেন এইডা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়