শিরোনাম
◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা ◈ ম্যাচ পরিত্যক্ত বৃ‌ষ্টির কার‌ণে, ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ ◈ ভার‌তের টেস্ট দ‌লের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে শুভমান গিল

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৬:০৫ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-পাকিস্তান সংঘাত : আইপিএল ম্যাচের ভেন্যু জরুরি ভিত্তিতে পরিবর্তন

ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতের জেরে জরুরি ভিত্তিতে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচের ভেন্যু পরিবর্তন করেছে আইপিএল।  প্রতিবেশী দুই দেশের উত্তেজনার মধ্যে ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার। 

পূর্বঘোষিত সূচি অনুসারে, আগামী রোববার (১১ মে) জম্বু-কাশ্মীরের পাশ্ববর্তী হিমাচল প্রদেশের শহর ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাঞ্জাব-মুম্বাইয়ের মধ্যকার ম্যাচটি।  নতুন সিদ্ধান্ত অনুসারে একই দিনে এই ম্যাচ গড়াবে গুজরাট প্রদেশের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

গুজরাট ক্রিকেট অ্যাসিয়েশনের (জিসিএ) সচিব অনিল প্যাটেল টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘হ্যাঁ, মুম্বাই ও পাঞ্জাবের ম্যাচটি আহমেদাবাদে অনুষ্ঠিত হবে।’ 

যুদ্ধ পরিস্থিতি ভালো নয় বুঝতে পেরে ধর্মশালা ও আশপাশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে ভারত। ফলে গতকাল বুধবার (৭ মে) পূর্ব নির্ধারিত ভেন্যু ধর্মশালায় যেতে পারেনি মুম্বাই স্কোয়াড। রোহিত শর্মা-হার্দিক পান্ডিয়ারা বর্তমানে মুম্বাইয়েই অবস্থান করছেন।

অন্যদিকে আজ বৃহস্পতিবার (৮ মে) রাতে ধর্মশালায় ম্যাচ রয়েছে পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালসের। এই ম্যাচটি ধর্মশালাতেই অনুষ্ঠিত হবে। বলা যায়, এক রকম বাধ্য হয়েই এই ম্যাচ নির্ধারিত ভেন্যু করছে ভারত। কেননা, ফ্লাইট বন্ধ করে দেওয়ায় ক্রিকেটাররা সেখান থেকে সরেও আসতে পারছেন না।

অনিল প্যাটেল আরও বলেন, 'আমাদের খেলোয়াড়দের আরামের কথা মাথায় রাখতে হবে। ছোট বাস ব্যবহার করে আমাদের পাহাড়ি এলাকায় চলাচল করতে হবে। তাই যাত্রাটিকে দুটি ভাগে ভাগ করার পরিকল্পনা রয়েছে তবে এখনও চূড়ান্ত কিছু হয়নি। সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে কারণ ম্যাচের ঠিক পরেই পাঞ্জাব ও দিল্লি উভয়েরই যাত্রা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঠ থেকে প্রায় দুই ঘন্টা দূরে একটি রেলস্টেশন রয়েছে, এমনকি এটিও অনুসন্ধান করা হচ্ছে। কিন্তু আমি যেমন বলেছি, খেলোয়াড়দের আরাম সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভ্রমণের মাধ্যমে আমরা তাদের পুড়িয়ে ফেলতে পারি না।'

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়