শিরোনাম
◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির ◈ ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের ◈ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা

প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ১০:১৯ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিরু‌দ্ধে সিরিজ খেল‌তে ১০ দিনের জন্য ফিল্ডিং কোচ নিয়োগ শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক ; আগামী জুন-জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ৮ বছর পর বাংলাদেশের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়ার আগে ১০ দিনের জন্য ফিল্ডিং কোচ নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। চলতি মাসে শুরু হতে যাওয়া ফিল্ডিং ক্যাম্পটি করাবেন ভারতের আর শ্রীধর।

ওয়ানিন্দু হাসারাঙ্গা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিসদের পাশাপাশি শ্রীলঙ্কার জাতীয় নারী ক্রিকেট দল, ইমার্জিং দল, ক্লাব ক্রিকেটার, নারী ‘এ’ দল ও পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন। ৭ মে থেকে ক্যাম্প শুরু হলেও প্রথম কয়েকদিন নাও পাওয়া যেতে পারে শ্রীলঙ্কা নারী দলকে।

বর্তমানে ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলছেন চামারি আতাপাত্তুরা। সিরিজটি শেষ হবে ১১ মে। ধারণা করা হচ্ছে সেই সিরিজ শেষে ফিল্ডিং ক্যাম্পে যোগ দেবেন তারা। ফিল্ডিং ড্রিল, ফিল্ডিংয়ের বিভিন্ন স্কিল নিয়ে নির্দিষ্ট কিছু অনুশীলন, ম্যাচ সিনারিওতে অনুশীলন করানো হবে ক্রিকেটারদের।

বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট জানায়, ‘শ্রীধর বিসিসিআইয়ের লেভেল-থ্রি সম্পন্ন করা কোচ, যার অনেক অভিজ্ঞতা আছে। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনশর বেশি ম্যাচে ভারতের ফিল্ডিং কোচ ছিলেন তিনি। শ্রীলঙ্কা জাতীয় দলের পাশাপাশি অন্যান্য স্কোয়াডের সঙ্গেও ফিল্ডিং প্রোগ্রাম শুরু করবেন।

হায়দরাবাদের হযে ৩৫টি প্রথম শ্রেণির ও ১৫টি লিস্ট ‘এ’ ক্রিকেটের ম্যাচ খেলা শ্রীধর ছিলেন একজন বাঁহাতি স্পিনার। পেশাদার ক্রিকেট ছেড়ে দেয়ার পর কোচিং পেশায় যুক্ত হয়েছেন তিনি। ২০১৪-২১ পর্যন্ত ছিলেন ভারতের ফিল্ডিং কোচ। পরবর্তী আইপিএলেও কাজ করেছেন শ্রীধর। এবার মাত্র ১০ দিনের যুক্ত হচ্ছেন শ্রীলঙ্কার ক্রিকেটে।

সবশেষ কয়েক বছরে প্রায়শই অল্প সময়ের জন্য কোচ কিংবা পরামর্শক নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। ২০২৪ সালে রাজস্থান রয়্যালসের হাই পারফরম্যান্স ইউনিটের ডিরেক্টর জুবিন ভারুচাকে নিয়োগ দিয়েছিল ব্যাটিং নিয়ে কাজ করতে। এ ছাড়া বোলিংয়ের জন্য পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং ফিল্ডিংয়ের জন্য সাউথ আফ্রিকার জন্টি রোডসকে এনেছিল তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়