শিরোনাম
◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর ◈ আশুলিয়ায় ভাড়া বাসায় মিললো স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ ◈ এ‌শিয়া কাপে পাকিস্তানকে গু‌ড়ি‌য়ে দি‌লো ভারত, ম‌্যাচ জিত‌লো ৭ উই‌কে‌টে  ◈ বিশ্ব অ্যাথলেটিক্সে দ্রুততম মানব জ‌্যামাইকার অব‌লিক সেভিল ◈ পদ্মা সেতুতে সোমবার থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু ◈ সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ

প্রকাশিত : ০৬ মে, ২০২৫, ০১:১৬ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শ্রীলঙ্কা সফ‌রে যা‌চ্ছে বাংলা‌দেশ দল, সি‌রিজ শুরু ১৭ জুন 

নিজস্ব প্রতি‌বেদক: বাংলা‌দেশ ক্রিকেট দল আগামী জুন মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে। সফরকে সামনে রেখে সিরিজের সূচি চূড়ান্ত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি প্রকাশ করে এসএলসি। এক মাসের সফরে আগামী ১৩ জুন শ্রীলঙ্কায় পৌঁছাবে বাংলাদেশ।

গলে ১৭ জুন শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৫ জুন কলম্বোয় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি কলম্বোয় শুরু হবে ২ জুলাই। একই ভেন্যুতে ৫ জুলাই অনুষ্ঠিত হবে পরের ম্যাচটি। পাল্লেকেলেতে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ৮ জুলাই। তিনটি ম্যাচই হবে দিবা-রাত্রির।

একই ভেন্যুতে ১০ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজটি। ১৩ জুলাই ডাম্বুলায় হবে দ্বিতীয় ম্যাচ। ১৬ জুলাই কলম্বোয় তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে সিরিজটি। সবগুলো ম্যাচই রাতে হবে।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সবশেষ ২০২৪ সালে বাংলাদেশ সফরে এসেছিল শ্রীলঙ্কা। দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার পাশাপাশি তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল তারা। অন্যদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল নাজমুল হোসেন শান্ত দল।

শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ সবশেষ সিরিজ খেলেছিল ২০২১ সালে। দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-০ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরসূচি ----

টেস্ট সিরিজ:

প্রথম টেস্ট – ১৭-২১ জুন

দ্বিতীয় টেস্ট – ২৫-২৯ জুন

ওয়ানডে সিরিজ:

প্রথম ওয়ানডে – ২ জুলাই

দ্বিতীয় ওয়ানডে – ৫ জুলাই

তৃতীয় ওয়ানডে – ৮ জুলাই

টি-টোয়েন্টি সিরিজ:

প্রথম টি-টোয়েন্টি – ১০ জুলাই

দ্বিতীয় টি-টোয়েন্টি – ১৩ জুলাই

তৃতীয় টি-টোয়েন্টি – ১৬ জুলাই

  • সর্বশেষ
  • জনপ্রিয়