শিরোনাম
◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর ◈ আশুলিয়ায় ভাড়া বাসায় মিললো স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ ◈ এ‌শিয়া কাপে পাকিস্তানকে গু‌ড়ি‌য়ে দি‌লো ভারত, ম‌্যাচ জিত‌লো ৭ উই‌কে‌টে  ◈ বিশ্ব অ্যাথলেটিক্সে দ্রুততম মানব জ‌্যামাইকার অব‌লিক সেভিল ◈ পদ্মা সেতুতে সোমবার থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু ◈ সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ১২:৩১ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রান নিতে গিয়ে ক্রিকেটা‌রের পকেট থেকে মোবাইল ফোন পড়ে গেলো, ভিডিও ভাইরাল

স্পোর্টস ডেস্ক : বর্তমান যুগে নিত্যদিনের সঙ্গী মোবাইল ফোন। কিন্তু খেলা চলাকালে মাঠে মোবাইল সঙ্গে রাখার ঘটনা বিরল। সচরাচর কোনও ক্রিকেটারকেই মাঠে মোবাইল ফোন নিয়ে খেলতে নামতে দেখা যায় না। কিন্তু এবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে তেমন ঘটনাই দেখা গেছে। যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। 

ম্যানচেস্টারে কাউন্টি চ্যাম্পিয়নশীপে গ্লস্টারশায়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৪৫০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ল্যাঙ্কাশায়ার। দলগত ৪০০ রান পেরিয়ে যাওয়ার পর দশ নম্বর ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নেমেছিলেন ৩৪ বছর বয়সী টম বেইলি। ইনিংসের ১১৪তম ওভারে জশ শ'র বিপক্ষে রান নেওয়ার সময়ই তার পকেটে থাকা মোবাইলটি নিচে পড়ে যায়। - চ‌্যা‌নেল২৪

এই পেসার নিজের ৪০০তম উইকেটের থেকে কয়েকধাপ দূরে আছেন, এরই মধ্যে তিনি বিরল ঘটনার জন্ম দিলেন। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফাইন লেগের দিকে বল ঠেলে দিয়ে দুই রান নেওয়ার সময় নন স্ট্রাইকার্স এন্ডের দিকে আম্পায়ারের কাছেই টম বেইলির মোবাইল ফোনটি পড়ে যায়। 

দেখে কমেন্টেটাররা বলে ওঠেন, ‘কিছু একটা পড়ে গেছে মনে হচ্ছে ওর পকেট থেকে, আমার মনে হয় এটা মোবাইল ফোন।’ এরপর আরেক ধারাভাষ্যকার বলেন, ‘আমাদের কাছে বিষয়টি মজাদার বলে আমরা হাসছি, তবে এই বিষয়টা কি রিপোর্ট করা হবে? যে ব্যাটার মোবাইল ফোন নিয়েই মাঠে খেলতে এসেছিল’।

মোবাইল নিয়ে খেলতে নেমে বিতর্কের জন্ম দিলেও ব্যাট হাতে ভালোই অবদান রেখেছেন বেইলি। ৩১ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন ইনিংসের শেষ পর্যন্ত। তার দল ১২৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৫০ রানের সংগ্রহ পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ৩৬০ রান তুলেছে গ্লস্টারশায়ার। 

এদিকে, বেইলির পকেট থেকে মোবাইল পড়ে যাওয়ার ভিডিও দেখে কেউ কেউ মজা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘মনে হয় ল্যাঙ্কাশায়ারের সোশাল নেটওয়ার্কিং সাইটটি ওই ক্রিকেটারটি দেখাশোনা করে, তাই ও ফোন নিয়েই খেলতে নেমে গিয়েছিল’। এ ঘটনায় বেইলির কোনো শাস্তি হবে কি না সেটি ম্যাচের পর হয়তো জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়