শিরোনাম
◈ গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা ◈ এডিবি-আইএমএফের সহায়তা না পেলেও বাস্তবসম্মত বাজেট দেবো : অর্থ উপদেষ্টা ◈ রাখাইনে মানবিক করিডোর দেয়া নিয়ে বিতর্ক, নানা মন্তব্য ◈ লিটন দাস‌কে অ‌ধিনায়ক ক‌রে পা‌কিস্তান ও আমিরাত সিরিজে বাংলা‌দেশ দল ঘোষণা ◈ এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দের আদেশ ◈ এডিবির ৩০ বিলিয়ন ডলার অর্থায়নে সুবিধা পাবে বাংলাদেশ ◈ রিটার্ন জমা না দেওয়া ব্যক্তিদের নজরদারিতে আনছে এনবিআর ◈ সরকার বাধা দিচ্ছে না, সব কিছু লিখতে পারছেন সাংবাদিকরা: তথ্য উপদেষ্টা ◈ এপ্রিলে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ২৭৫ কোটি ডলার রেমিটেন্স ◈ ২৪ ঘন্টায় ডিবির অভিযানে দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ পাঁচজন গ্রেফতার

প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ১২:০৩ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এবার পা‌কিস্তা‌নে আই‌পিএল সম্প্রচার নি‌ষিদ্ধ

স্পোর্টস ডেস্ক ; এবার পাল্টা জবাব দি‌লো পা‌কিস্তান, এর আ‌গে ভারতের  স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ফান কোডে’র মাধ্যমে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সম্প্রচার বন্ধ করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান সরকার আইপিএল ২০২৫ এর সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করেছে। ফলে দেশটিতে এখন আর আইপিএলের কোনো ম্যাচ সরাসরি টেলিভিশন বা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে না। -- পাকিস্তান অবজারভার

ফান কোড’ সম্প্রতি পহেলগাম ঘটনার পরিপ্রেক্ষিতে পিএসএল সংক্রান্ত সকল কনটেন্ট, যেমন ম্যাচ হাইলাইটস ও ভিডিও সরিয়ে নেয় এবং লাইভ সম্প্রচার বন্ধ করে দেয়। ‘ফান কোডে’র পর ভারতের আরও দুই বড় ক্রীড়া মিডিয়া প্রতিষ্ঠান ‘সনি স্পোর্টস নেটওয়ার্ক’ এবং ‘ক্রিকবাজ’ তাদের প্ল্যাটফর্ম থেকেও পিএসএল ২০২৫-এর কনটেন্ট সরিয়ে ফেলে।

এর জবাবে পাকিস্তান সরকার আইপিএলের সম্প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে, যা আগে দেশটিতে স্যাটেলাইট টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেখা যেত। এই সিদ্ধান্ত দু’দেশের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনারই প্রতিফলন, যার প্রভাব এখন স্পষ্টভাবে ক্রীড়াঙ্গনেও দেখা যাচ্ছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই উত্তেজনার প্রভাব এশিয়া কাপ ২০২৫-এর মতো আন্তর্জাতিক টুর্নামেন্টের ওপরও পড়তে পারে। একই সঙ্গে, ক্রিকেটকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা এবং তা থেকে উদ্ভূত আঞ্চলিক সহযোগিতার দুর্বলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন বিশ্লেষকরা।

ক্রিকেট বিশ্বে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সাম্প্রতিক এই নিষেধাজ্ঞাগুলি সেই সম্পর্ককে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়