শিরোনাম
◈ রিটার্ন জমা না দেওয়া ব্যক্তিদের নজরদারিতে আনছে এনবিআর ◈ সরকার বাধা দিচ্ছে না, সব কিছু লিখতে পারছেন সাংবাদিকরা: তথ্য উপদেষ্টা ◈ ২৪ ঘন্টায় ডিবির অভিযানে দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ পাঁচজন গ্রেফতার ◈ ভারতে পাচার কালে শার্শা সীমান্তে কোটি টাকার স্বর্নবারসহ যুবক আটক ◈ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ১৯ টাকা ◈ বাংলাদেশিদের দৈনিক ৩০-৫০টি ভিসা দিচ্ছে আরব আমিরাত ◈ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন ◈ চীনের চিকিৎসা ভিসা বাংলাদেশিরা পাবেন যেভাবে, জানাল দূতাবাস ◈ এখনই রোহিঙ্গাদের ফেরানো কেন সম্ভব নয়, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ প্রশ্ন করার জন্য সাংবাদিকের চাকরি যায়, এমন দেশে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি : মতিউর রহমান

প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টি-টো‌য়ে‌ন্টি র‌্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের নিচে বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক: টি-টো‌য়ে‌ন্টি‌তে সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সটা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশের। সবশেষ ৯ ম্যাচে জয়ের দেখা পায়নি নিগার সুলতানা জ্যোতির দল। এর প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়েও। মেয়েদের বার্ষিক টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের নিচে নেমে গেছে তারা।

শুক্রবার টি-টুয়েন্টির বার্ষিক দলীয় র‌্যাঙ্কিং প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বর থেকে ১০ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। জ্যোতির দলের রেটিং পয়েন্ট ১৯২। এক ধাপ এগিয়ে ১৯৪ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড।

এবারের র‌্যাঙ্কিং হালনাগাদের জন্য ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোতে ৫০ শতাংশ এবং এর পরের এক বছরের ম্যাচগুলোকে ১০০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে। 

২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ৩৬ ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ১৩টিতে। এই সময় সমান ম্যাচ খেলা আইরিশদের জয় ২০টিতে। পরের এক বছরে ১৭ ম্যাচে বাংলাদেশের জয় কেবল তিনটিতে। ১০ ম্যাচে আয়ারল্যান্ডের জয় সাতটিতে।

গত ডিসেম্বরে এই ফরম্যাটে দুই দলের সবশেষ মুখোমুখি দেখায় বাংলাদেশের মাটিতে ৩-০ ব্যবধানে সিরিজ জেতে আয়াল্যান্ড।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট স্থানে কোনো পরিবর্তন হয়নি। ২৯৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করেছে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ২৭৯। ২৬০ রেটিং পয়েন্ট নিয়ে তিনে ভারত। টি-টুয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডের অবস্থান চার নম্বরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়