শিরোনাম
◈ ভারত-পাকিস্তানের মধ্যে হাজার কোটি ডলারের গোপন আঁতাত কারা টিকিয়ে রেখেছে ◈ তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া: আপিল বিভাগে তথ্য-প্রমাণ দাখিল ◈ ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান ◈ ‌‘ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে’ ◈ জোবাইদা রহমান বিএনপির নেতৃত্বে আসবেন, নাকি ফিরবেন পুরনো চিকিৎসা পেশায়? ◈ গোপনে পাকিস্তানি নারীকে বিয়ে, ভিসা লঙ্ঘনে চাকরি গেল ভারতীয় জওয়ানের! ◈ ৮০০ ডলারের নিচের পণ্যে শুল্ক বসাল ট্রাম্প, চাপে তেমু-শেয়েন, বিপাকে ডিজিটাল বিজ্ঞাপন বাজার ◈ "নির্বাচনে ব্যবহার না হলেও দেড় লাখ ইভিএমের ভবিষ্যৎ অনিশ্চিত, হস্তান্তর প্রক্রিয়াও ঝুলে আছে" ◈ এবার পা‌কিস্তা‌নে আই‌পিএল সম্প্রচার নি‌ষিদ্ধ ◈ ইং‌লিশ লি‌গে হে‌রেই গে‌লো আর্সেনাল

প্রকাশিত : ০৩ মে, ২০২৫, ০৯:১০ রাত
আপডেট : ০৪ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দে‌শের যুবারা ১৪৬ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা‌কে

স্পোর্টস ডেস্ক;  বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা। টাইগার যুবাদের কাছে ১৪৬ রানের ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। আর তাতেই সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল আজিজুল হাকিম তামিমের দল। 

আগে ব্যাট করে জাওয়াদ আবরারের সেঞ্চুরি ও রিজান হাসানের ফিফটিতে ৩৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে মাত্র ১৯০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। --- ডেই‌লি ক্রিকেট

টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ঝড়ো শুরু এনে দেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকী। দলীয় ৪৯ রানে প্রথম উইকেট হারায় জুনিয়র টাইগাররা। ২৪ বলে ১৯ রান করে ফেরেন কালাম।

তবে আরেক ওপেনার জাওয়াদ আক্রমণাত্মক ব্যাটিং থেকে সরে আসেননি। শ্রীলঙ্কার বোলারদের বাজে বল পেলেই মেরেছেন বাউন্ডারি। জাওয়াদকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছিলেন তামিম। কিন্তু অধিনায়ক ৩১ বলে ২৩ রান করে ফিরলে ভাঙে জুটি।

চার নম্বরে উইকেটে এসে দারুণ ব্যাটিং করেছেন রিজান। জাওয়াদের সাথে গড়েন ১৩৫ রানের জুটি। ১১৫ রানে জাওয়াদ আউট হলে ভাঙে সেই জুটি। সেঞ্চুরির সুযোগ ছিল রিজানের। কিন্তু ৭৭ বলে ৮২ রান করে ফিরলে তা আর হয়নি।

শেষের দিকে ১১ বলে ১৯ রানের ইনিংস খেলেছেন দেবাশীষ দেবা। মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৩২ রান। সাইমুন বশির খেলেছেন ৯ বলে অপরাজিত ৩৫ রানের ক্যামিও।

শ্রীলঙ্কার হায়ে ৩টি উইকেট শিকার করেছেন রাসিত নিমসারা। তবে দশ ওভারে রান দিয়েছেন ৯৬। বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। কোনো প্রতিরোধ গড়তে পারেনি তারা।

শ্রীলঙ্কার হয়ে ৬৬ রানের ইনিংস খেলেছেন ভিমাথ দিশারা। যা শুধুমাত্র তাদের হারের ব্যবধান কমাতে পেরেছে।
বাংলাদেশের হয়ে ৩টি উইকেট শিকার করেছেন আল ফাহাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়