স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দল চলতি মাসে আরব আমিরাতের সাথে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। টাইগারদের বিপক্ষে সেই সিরিজের সূচি প্রকাশ করেছে আমিরাত ক্রিকেট বোর্ড।
সবশেষ ২০২২ সালে আরব আমিরাতের সাথে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর আর কোনো ধরনের দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি দুই দল। তিন বছর পর আবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও আরব আমিরাত।
আগামী ১৭ মে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। একদিন পর সিরিজের শেষ ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নামবে। দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় নয়টায় শুরু হবে ম্যাচগুলো।
বাংলাদেশ সিরিজ নিয়ে বেশ রোমাঞ্চিত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের কর্তারা। এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে সিরিজ তাদের জন্য প্রস্তুতির সেরা উপায় বলে মনে করছেন তারা।
দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সূচি:
১৭ মে প্রথম টি-টোয়েন্টি, শারজা, ৯টা
১৯ মে দ্বিতীয় টি-টোয়েন্টি, শারজা, ৯ টা