শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ০১ মে, ২০২৫, ১১:১৯ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রোবট কুকুর ‘চম্পক’ নিয়ে আইপিএল বিপাকে, কপিরাইট লঙ্ঘনের মামলা

রোবট কুকুর ‘চম্পক’কে নিয়ে বিপাকে আইপিএল। ভারতের রাজধানী দিল্লির আদালতে ‘চম্পক’-এর নামে মামলা হয়েছে। চম্পককের নাম নিয়ে মামলা করেছে এক বিখ্যাত শিশুদের পত্রিকা। মূলত ‘চম্পক’ নাম নিয়েই যত সমস্যা। রোবটিক কুকুর ‘চম্পক’ কপিরাইট লঙ্ঘনের মামলায় ফেঁসেছে।

আজ বুধবার দিল্লির আদালাত ‘চম্পক’ নাম ব্যবহার করা নিয়ে এক মামলায় ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর থেকে নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানিয়েছে। কোর্ট জানিয়েছে এখনই বিসিসিআই-কে তাদের রোবটিক কুকুর ‘চম্পক’-এর ব্যবহার বন্ধ করতে হবে না।

এবারই প্রথমবার রোবটটি আইপিএলে চালু হয়েছে। আদালত এই বিষয়ে বিখ্যাত শিশুদের পত্রিকা ‘চম্পক’-এর প্রকাশক দিল্লি প্রেস পত্র প্রকাশন লিমিটেড-এর দায়ের করা কপিরাইট লঙ্ঘনের মামলায় বিবেচনা করে জুলাই মাসে শুনানির জন্য দিন ধার্য করেছে।

এ নিয়ে আদালত বলেছে, ‘চম্পক’ নামটি বিসিসিআই নিজেরা গ্রহণ করেনি, বরং এটি অনলাইনে একটি জনমত জরিপের মাধ্যমে নির্ধারিত হয়েছে। তাই প্রাথমিকভাবে কোনো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজন নেই।

জানা যায়, এই রোবট কুকুরটি ডব্লিউটিভিশন ও ওমনিক্যাম এর সহযোগিতায় তৈরি এবং আইপিএলের মার্কেটিং ও প্রোডাকশন কৌশলের অংশ হিসেবে লঞ্চ করা হয়েছে। এটি প্রথমবার দেখা যায় মুম্বাই ইন্ডিয়ানস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ‘চম্পক’ নামের এই রোবট কুকুরটি দর্শক এবং সম্প্রচারকারীদের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়