নিজস্ব প্রতিকেদক ; এ যেনো অবিশ্বাস্য, দুর্বল জিম্বাবুয়ের যারা প্রথম টেস্টে সহজ হার মেনে নিয়েছিলো, সেই বাংলাদেশ এভাবে গর্জে উঠে তিন দিনেই টেস্ট জিতেছে সত্যিই কল্পনাতীত, প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে হারের পর সিরিজ খোয়ানোর শঙ্কায় ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে দাপুটে ক্রিকেট খেলে দুর্দান্ত জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ২২৭ রানে অলআউট করে দেওয়ার পর ৪৪৪ রান তোলে স্বাগতিকরা। টাইগারদের লিড ২১৭ রান। বাংলাদেশের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
১২০ রানের ইনিংস খেলেছেন সাদমান। মিরাজের ব্যাট থেকে এসেছে ১০৪ রান। দুজনেরই এটি টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি
দুই দলের প্রথম ইনিংস শেষেই ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়ে জিম্বাবুয়ে। চট্টগ্রামে ঘটেছে সেটাই। মিরাজ ও তাইজুলের তোপে ১১১ রানে গুটিয়ে গেছে সফরকারীরা।
বাংলাদেশের হয়ে ৫টি উইকেট শিকার করেছেন মিরাজ। সেই সাথে এক ম্যাচে সেঞ্চুরি ও ফাইফারের মাইলফলক স্পর্শ করেছেন টাইগার অলরাউন্ডার।
বাংলাদেশের হয়ে দুবার এমন কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। সোহাগ গাজীও রয়েছেন এই তালিকায়।