শিরোনাম
◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ   ◈ দুই মাস নিষেধাজ্ঞা শেষে  মাছ ধরতে নদীতে নামেছে জেলেরা ◈ ধামরাইয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ ◈ বাজারে আস‌তে শুরু ক‌রে‌ছে কালীপুরের রসালো লিচু ◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৫, ০২:৪৩ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ; বাংলা‌দেশ ক্রিকেট দল মে মাসে পাকিস্তান সফরে যাবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার এক বিবৃতিতে এ তথ‌্য জানিয়েছে, পিসিবির বিবৃতিতে বলা হয়, এই সিরিজটি ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে আগে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির হওয়ার কথা ছিল।

তবে আগামী বছর আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে উভয় বোর্ডের সম্মতিক্রমে ওয়ানডেগুলো বাদ দিয়ে দুটি অতিরিক্ত টি-টোয়েন্টি অন্তর্ভুক্ত করা হয়েছে। 

সিরিজটি অনুষ্ঠিত হবে ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত, পাকিস্তানের ফয়সালাবাদ ও লাহোরে।

-- ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ফয়সালাবাদে--

সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে ফয়সালাবাদের ইকবাল ক্রিকেট স্টেডিয়ামে, যথাক্রমে ২৫ ও ২৭ মে। ঐতিহাসিক এই মাঠে শেষবার আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০০৮ সালের এপ্রিলে, প্রতিপক্ষও ছিল বাংলাদেশ।

১৯৭৮ থেকে ২০০৮ সালের মধ্যে এই মাঠে অনুষ্ঠিত হয়েছে ২৪টি টেস্ট ও ১৬টি ওয়ানডে। ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে এই মাঠে।

গত বছর সেপ্টেম্বরে এখানেই অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপের উদ্বোধনী আসর এবং সম্প্রতি জাতীয় টি-টোয়েন্টি কাপের ম্যাচও আয়োজন করা হয় মাঠটিতে।

--- শেষ তিন ম্যাচ হবে লাহোরে---

বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, ৩০ মে, ১ জুন এবং ৩ জুন। সিরিজের সব ম্যাচ শুরু হবে রাত ৮টায় (পাকিস্তান সময়)।

বাংলাদেশ দল ২১ মে পাকিস্তানে পৌঁছাবে এবং ২২ থেকে ২৪ মে পর্যন্ত ফয়সালাবাদে অনুশীলন করবে ইকবাল স্টেডিয়ামে। এরপর শুরু হবে মূল সিরিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়