শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে ‌কোপা দেল‌ রে চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক ; শি‌রোপা লড়াই হ‌য়ে‌ছে সমা‌নে সমান, কিন্তু ভা‌গ্যের দরজা খু‌লে গে‌লো বা‌র্সেলোনার, 
কোপা দেল রে’র ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গো‌লে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। বাংলাদেশ সময় রোববার (২৭ এপ্রিল) ভোরে এল ক্লাসিকোর এই মহারণে অতিরিক্ত সময়ের গোলে শেষ হাসি হাস‌লো বার্সেলোনা।

ম্যাচের প্রথমার্ধের ২৮ মিনিটে পেদ্রির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। কোনো গোল হজম না করে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বার্সা। বিরতির পর ৭০ মিনিটে  ফ্রি-কিক থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরায় কিলিয়ান এমবাপ্পে। এর ঠিক ৭ মিনিট পরেই চুয়ামেনির গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। মাচের শেষ বাঁশি বাজার ৬ মিনিট আগে রিয়ালের জালে বল পাঠিয়ে বার্সাকে সমতায় ফেরান তরেস।

এতে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। অতিরিক্ত সময়ে বেশি হআক্রমণাত্মক খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। তবে ১১৬ মিনিটের মাথায় লুকা মদ্রিচের ভুল পাসে বল পেয়ে যায় জুলেস কুন্দে। বক্সের বাইরে থেকে কুন্দের নেয়া শট রিয়ালের জালের দেখা পায়।

কুন্দের এই গোলেই কোপা দেল রে’র শিরোপা ঘরে তোলে বার্সেলোনা।

এদিকে ম্যাচের শেষ বাঁশি বাজার মিনিটখানেক আগে এমবাপ্পে ফ্রি কিক না পাওয়ায় রিয়ালের বেঞ্চ উত্তেজিত হয়ে ওঠে। ক্ষুব্ধ হয়ে রেফারির দিকে তেড়ে যাচ্ছিলেন ডিফেন্ডার রুডিগার। তবে সতীর্থরা তাকে থামান। এ সময় বেঞ্চ থেকে রেফারি বেনগোচেয়ার দিকে কিছু একটা ছুঁড়ে মারা হয়। তবে কে ছুঁড়ে মেরেছে তা তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি। এরপর রুডিগারকে লাল কার্ড দেখা রেফারি বেনগোচেয়ার। এর কিছুক্ষণ পর লুকাস ভাসকেজকেও লাল কার্ড দেখান রেফারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়