শিরোনাম
◈ চলতি মাসেই বাংলাদেশ-মার্কিন শুল্ক চুক্তির আশা ◈ ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ ◈ ‘নতুন বেতন কাঠামোতে ভাতা, অবসর সুবিধা ও বিশেষায়িত চাকরির বেতনও অন্তর্ভুক্ত হবে. ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন ৪ অক্টোবর ◈ রা‌তে ইং‌লিশ লি‌গে দুই ম্যানচেস্টারের লড়াই ◈ দেশে অবৈধ অস্ত্র আসছে, তা নিয়ে উদ্বেগ আছে: বাবর (ভিডিও) ◈ পেনাল্টিতে ব্যর্থ মেসি, ৩-০ গো‌লে হে‌রে গে‌লো ইন্টার মায়া‌মি ◈ নাটোরে মহাসড়কে কাভার্ডভ্যান আটকিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট   ◈ জটিল পর্যায়ে নেওয়া হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া : সালাহউদ্দিন আহমেদ ◈ ফরিদপুরে মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:২২ বিকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবাহনী-মোহামেডান ম্যাচ: হেরে মেজাজ হারালেন রিয়াদ, পেটাতে গেলেন দর্শককে

আবাহনী-মোহামেডান ম্যাচ মাঠে গড়াবে আর উত্তাপ ছড়াবে না, এমনটা সচরাচর দেখা যায় না। তবে মঙ্গলবারের শিরোপা নির্ধারণী ম্যাচে তেমন কিছুই লক্ষ্য করা যায়নি। মোসাদ্দেক হোসেন এবং মোহাম্মদ মিথুনের দুর্দান্ত ফিফটিতে অনেকটা একপাক্ষিকভাবেই ম্যাচ জিতেছে আবাহনী। তবে ম্যাচ শেষে উত্তেজনা ছড়িয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের এক কাণ্ডে।

ম্যাচ হেরে তখন সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমের দিকে এগোচ্ছিলেন রিয়াদ। এসময় গ্যালারি থেকে হঠাৎ করেই 'ভুয়া ভুয়া' বলে দুয়োধ্বনি করা হয় অভিজ্ঞ এই ক্রিকেটারকে উদ্দেশ্য করে। শুধু সেটাই নয়, অশালীন ভাষায় গালিও দেয়া হয় মোহামেডানের ক্রিকেটারদের।

এসব দেখে আর মেজাজ ঠিক রাখতে পারেননি রিয়াদ। স্বভাবত শান্ত এই ক্রিকেটার মেজাজ হারিয়ে তেড়ে যান দর্শকদের দিকে। এসময় গ্র্যান্ড স্ট্যান্ডের ওই দর্শকদের মারতে পর্যন্ত উদ্ধত হয়েছিলন রিয়াদ। তবে সতীর্থ এবং টিম অফিশিয়ালদের হস্তক্ষেপে তাকে থামানো হয় শেষ পর্যন্ত।

রিয়াদের এমন আচরণ মেনে নিতে পারেননি দর্শকরাও। তারাও উত্তেজিত হয়ে ওঠেন রিয়াদের এই ঘটনায়। নিরাপত্তারক্ষী এবং মোহামেডানের টিম অফিশিয়ালরা পরবর্তীতে পরিস্থিতি শান্ত করেন।

পরবর্তীতে পুরস্কার বিতরণীর সময় রানার্স আপের পদক নিতেও আসেননি মোহামেডানের এই তারকা। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়