শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ১১:০৬ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আই‌পিএল, পাঞ্জাব কিং‌সের ২০১ রা‌নের পর ইডেনে বৃষ্টির বাধায় ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক ; প্রকৃ‌তি ভাগ‌্য বিড়ম্বনায় ফে‌লে‌ছে দুই দল‌কে, আই‌পিএ‌লে ইডেন গার্ডেন্সে ২০১ রান করেও পূর্ণ দুই পয়েন্ট পেল না পাঞ্জাব কিংস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বৃষ্টির কারণে পণ্ড হয়েছে ম্যাচটি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে এ দিন পয়েন্ট ভাগাভাগি করল দুই দল।

৯ ম্যাচে পাঁচটি জয়ে মোট ১১ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে থাকল শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব কিংস। অপরদিকে ৯ ম্যাচে তিন জয় ও সাত পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা। -- ক্রিক‌ফ্রেঞ্জি

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিমায় খেলতে থাকেন পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আরিয়া ও প্রভসিমরান সিং। দুজনে মিলে ১১.৫ ওভারে ১২০ রানের জুটি গড়েন। ৩৫ বলে ৬৯ রান করে আন্দ্রে রাসেলের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন প্রিয়াংশ।

১৬০ রানের মধ্যে আরেক ওপেনার প্রভসিমরানও ফিরে যান। বৈভব অরোরার বলে লং অফে ক্যাচ তোলেন তিনি। তার ব্যাটে আসে ৪৯ বলে ৮৩ রানের ইনিংস। দলীয় ১৭২ রানে সাত রান করা গ্লেন ম্যাক্সওয়েলকে বোল্ড করেন বরুণ চক্রবর্তী।

শেষপর্যন্ত শ্রেয়াসের ১৬ বলে ২৫ রানের ইনিংসে দুইশ পার করে পাঞ্জাব। তার সঙ্গে ছয় বলে ১১ রানে অপরাজিত ছিলেন জস ইংলিশ। লক্ষ্য তাড়া করতে নেমে এক ওভারে বিনা উইকেটে সাত রান করে কলকাতা। এরপর বৃষ্টির কারণে আর ম্যাচ মাঠে গড়ায়নি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ম্যাচে 'নো রেজাল্ট' ঘোষণা করেন আম্পায়াররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়