শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ০৮:৫৩ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কাশ্মীরে সন্ত্রাসী হামলা: ভারত - পাকিস্তান ম্যাচ আর হ‌বে না?

স্পোর্টস ডেস্ক: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পর্যটকসহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলার জন্য পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ ভারতের। যার প্রেক্ষিতে প্রতিবেশী এই দেশ দুটির সম্পর্কে আরও অবনতি হয়েছে। যার প্রভাব পড়তে যাচ্ছে ক্রিকেট সম্পর্কে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানের বিপক্ষে কোন ধরনের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না তারা। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে, পাকিস্তানের বিপক্ষে ভারত আইসিসি ও এসিসির ইভেন্টেও খেলতে চায় না। বিষয়টি পরিষ্কার করে বিসিসিআই চিঠি দিয়েছে আইসিসি ও এশিয়া ক্রিকেট কাউন্সিলকে।

বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজিব শুকলা অবশ্য জানিয়েছেন, এমন কোন চিঠি দেওয়া হয়নি। তবে এক্ষেত্রে ভারত সরকারের দেওয়া নির্দেশনা অনুসরণের কথা জানিয়েছেন তিনি। এদিকে বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, আইসিসি ও এসিসির ইভেন্টে দুই দলকে একই গ্রুপে না রাখা বিষয়ক একটি খবর তিনিও পেয়েছেন। তবে চিঠি দেওয়ার বিষয়ে নিশ্চিয়তা দিতে পারেননি।

চলতি বছরে আইসিসি ও এসিসির দুটি ইভেন্ট আছে- সেপ্টেম্বরে টি-২০ ফরম্যাটের এশিয়া কাপ ও সেপ্টেম্বর-অক্টোবরের নারী ওয়ানডে বিশ্বকাপ। দুটি টুর্নামেন্টেরই আয়োজক বিসিসিআই। এর মধ্যে ছেলেদের এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হবে। সেটি শ্রীলঙ্কা নাকি আরব আমিরাত তা এখনো চূড়ান্ত হয়নি। নারী বিশ্বকাপে পাকিস্তানের নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলার বিষয়টি আগেই চূড়ান্ত করা হয়েছে।

দ্বিপাক্ষিক সিরিজের মতো বড় ইভেন্টেও ভারত-পাকিস্তান ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি ও এসিসি। এই যেমন- চার বছরের জন্য এসিসি এশিয়া কাপের সম্প্রচার স্বর্ত বিক্রি করেছে ১৭০ মিলিয়ন ডলার বা দুই হাজার কোটি টাকা। এশিয়া কাপের প্রতি আসরে ভারত-পাকিস্তান অন্তত দুবার মুখোমুখি হবে ধরেই এতো টাকায় বিক্রি করা হয়েছে এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব।

 আইসিসি কিংবা এসিসির ইভেন্টে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে কিনা তা আগামী মাসে জানা যেতে পারে। হাইব্রিড বা নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠেয় আগামী সেপ্টেম্বরের এশিয়া কাপের গ্রুপ পর্বের সূচি মে মাসে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখন টুর্নামেন্ট ও সূচি ঘোষণা ঝুলে যাওয়ার শঙ্কা বেশি। 

ক্রিকবাজ দাবি করেছে, শেষপর্যন্ত এশিয়া কাপ পুরোটাই নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে। এমনকি ভারত-পাকিস্তান সম্পর্কের জেরে এশিয়া কাপ পিছিয়েও যেতে পারে। সব কিছুই নির্ভর করছে আগামী দিনে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক কেমন থাকে- তার ওপর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়