শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ১০:২২ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এক ম্যাচ হা‌তে রে‌খেই নেপা‌লের কা‌ছে কাবা‌ডি সি‌রিজ হার‌লো বাংলা‌দেশ

স্পোর্টস ডেস্ক: ললিতপুরের সাতদোবাতো তায়কোয়ানদো হলে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশ নারী কাবাডি দলের আশা শেষ হয়ে গেল চতুর্থ ম্যাচেই। হাড্ডাহাড্ডি লড়াই করেও ২১-১৭ পয়েন্টে হেরে গেলেন শ্রাবণী বৃষ্টিরা।

এক ম্যাচ বাকি থাকতেই ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক নেপাল। প্রথমার্ধে দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। ম্যাচের শুরুতেই ৩-০ পয়েন্টে এগিয়ে যায় তারা। কিন্তু ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় নেপাল।

প্রথমার্ধ শেষে নেপাল এগিয়ে ছিল মাত্র এক পয়েন্টে (১০-৯)। দ্বিতীয়ার্ধেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দেখা যায়।

দুই দলই পয়েন্টে এগিয়ে-পিড়ে চলছিল। এক পর্যায়ে স্কোর ছিল ১৪-১৪। এরপরই বিতর্কের শুরু। বাংলাদেশের দাবি, একাধিক স্পষ্ট টাচ এবং বোনাস পয়েন্ট রেফারি নাকচ করে দেন। সময় শেষ হওয়ার আগেই খেলা শেষের বাঁশি বাজানো, রিভিউয়ের সিদ্ধান্তে পক্ষপাত সব মিলিয়ে হতাশ বাংলাদেশ শিবির।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, "মেয়েরা ভালো খেলছিল। কিন্তু রেফারির সিদ্ধান্তে আমরা ম্যাচটা হেরেছি। বারবার আমাদের বোনাস পয়েন্ট দেওয়া হয়নি, রিভিউগুলোও একপাক্ষিকভাবে বাতিল করা হয়েছে। ম্যাচের দুই মিনিট বাকি থাকতেই শেষ বাঁশি বাজানো হলো। দর্শকরাও বলছিল পয়েন্ট আমাদের পাওয়া উচিত ছিল। 

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয়ের দেখা পেলেও চতুর্থ ম্যাচে এসে হোঁচট খেল দলটি। এখন সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়