শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ১২:৪২ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ডেনমার্কের বিরুদ্ধে অবিশ্বাস্য জয়ে সেমিফাইনালে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশন্স লিগের শেষ আটের প্রথম লেগে ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে হারের পর ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছিলেন, দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াবে তার দল। আর হয়েছেও সেটা। রোববার (২৩ মার্চ) লিসবনে ডেনমার্ককে হারিয়ে নেশন্স লিগের সেমিফাইনালে উঠেছে পর্তুগাল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো পর্তুগাল। তবে ম্যাচের ষষ্ঠ মিনিটে রোনালদোর পেনাল্টি সেভ করে দেন ডেনমার্কের গোলরক্ষক। তবে লিড পেতে বেশি অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ৩৮ মিনিটে অ্যান্ডারসেনের গোলে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে সেলেকাওরা।

তবে দ্বিতীয় হাফে আবারও গোল করে দুই লেগ মিলিয়ে এগিয়ে যায় ডেনমার্ক। ৫৬তম মিনিটে ক্রিস্টেনসেন গোল করেন ডেনমার্কের হয়ে। ম্যাচের ৭২ মিনিটে রোনালদো গোল করে পর্তুগালকে আবারও লিড এনে দেন। যা ক্যারিয়ারে তার ৯২৯তম গোল। তবে এরপরও নাটকের বাকি ছিল। ৭৬ মিনিটেই এরিকসেনের গোলে আবারও সমতায় ফেরে ডেনমার্ক। এর পলের পর মনে হচ্ছিল ম্যাচটি ফসকে যাচ্ছে পর্তুগালের হাত থেকে।

তবে নাটকের শেষ তখনও বাকি ছিল। ৮৬তম মিনিটে পর্তুগালের হয়ে তৃতীয় গোলটি করেন ফ্রান্সিসকো ট্রিনকাও। নির্ধারিত সময় শেষে ম্যাচটি ৩-২ গোলে জয় পেলেও দুই মেগ মিলিয়ে ৩-৩ সমতা থাকায় তা গড়ায় অতিরিক্ত সময়ে। আর এই অতিরিক্ত সময়েই বাজিমাত করে পর্তুগাল।

নির্ধারিত সময় শেষের আগেই রোনালদোকে উঠিয়ে নেন কোচ। তার বদলি হিসেবে নামে গোনকালো রামোস। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই আবারও বল জালে জড়ান ট্রিনকাও। আর ১১৫তম মিনিটে ডেনমার্কের কফিনে শেষ পেরেকটি ঢোকান রোনালদোর বলদি হিসেবে নামা রামোস। ৫-৩ গোলে জয় নিয়ে নেশন্স লিগের সেমিফাইনালের টিকিট কাটে পর্তুগাল। সেমিতে তাদের প্রতিপক্ষ জার্মানি। তথ্যসূত্র, সময়নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়