শিরোনাম
◈ ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ১২০০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারবে! ◈ ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল হে‌রে গে‌ছে, চেলসি ও ব্রেন্টফোর্ডের জয় ◈ হার্ভার্ড-এমআইটিকে পেছনে ফেলে বিশ্বমঞ্চে প্রথম বুয়েট ◈ পাকিস্তানের যে বিমান ভারতীয় জেনারেলদের ঘুম কেড়ে নিয়েছে! ◈ ভারতের আগ্রাসী আচরণ এবং উস্কানিমূলক বিবৃতি’! নিরাপত্তা পরিষদে নয়াদিল্লির বিরুদ্ধে নালিশ জানাচ্ছে পাকিস্তান ◈ স্প‌্যা‌নিশ লিগ, অ‌নেক ঘাম ফে‌লে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ পা‌কিস্তান সুপার লি‌গে রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও ম্যাচ হারল লাহোর ◈ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে শহীদ হওয়া ৯৩ জনের তথ্য প্রকাশ করলো হেফাজত ◈ মুসলিমদের পক্ষে কথা বলায় ব্যাপক অপমানের শিকার স্বামী হারানো সেই হিমাংশী! ◈ গত ১৬ বছরেও ২০০ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়নি, অথচ মাত্র কয়েক মাসে ২৬৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, এটা কীভাবে সম্ভব: মাহফুজ আনাম

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ০৮:৪৯ সকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

স্প‌্যা‌নিশ লিগ, অ‌নেক ঘাম ফে‌লে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ

স্পোর্টস ডেস্ক: স্প‌্যা‌নিশ লিগ লা লিগায়  রোববার (৪ মে ) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে উত্তেজনাপূর্ণ ম্যাচে সেল্টা ভিগোকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মা‌দ্রিদ। দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে ম‌্যাচটা রিয়ালের সহজেই জেতার কথা ছিল। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল আর আরদা গুলেরের নৈপুণ্যে ৪৮ মিনিটেই রিয়াল এগিয়ে যায় ৩-০ গোলে। কিন্তু তিন গোলের সেই লিডও এক সময় হারের চোখ রাঙাচ্ছিল আনচেলোত্তির দলকে।

‘কামব্যাক’ শব্দটা রিয়াল মাদ্রিদের সঙ্গে ভালোভাবে জুড়ে গেলেও আজ সেল্টা ভিগোর কাছেই কামব্যাকের দুঃসময় হজম করতে বসেছিল তারা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৭৬ মিনিটে ব্যবধান ৩-২ করে সেল্টা। সফরকারীদের পক্ষে স্কোরশিটে নাম তোলেন জাভি রদ্রিগেজ ও উইল্ট সুইডবার্গ। ব্যবধান কমিয়ে রিয়ালের ওপর হামলে পড়ে সেল্টা ভিগো। সমতা ফেরানোর একাধিক সুযোগও তৈরি করে তারা। কিন্তু শেষ পর্যন্ত সমতাসূচক গোলটি তারা আর পায়নি।

এই জয়ে লা লিগার শীর্ষস্থান দখলের লড়াইয়ে বার্সেলোনার ওপর চাপ বজায় রাখলো রিয়াল মাদ্রিদ। ৩৪ ম্যাচে তাদের সংগ্রহ ৭৫ পয়েন্ট, যেখানে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৭৯। পরবর্তী ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াইয়ে নির্ধারিত হতে পারে চলতি মৌসুমের শিরোপার ভাগ্য, আবার না-ও হতে পারে। কারণ, ‘এল ক্লাসিকো’তে বার্সা হারলেও পরের ম্যাচগুলো জিতলেই তাদের হাতে উঠবে লা লিগার শিরোপা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়