শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নেইমারকে বিশ্বকাপে খেলতে হলে নিজেকে উৎসর্গ করতে হবে: ব্রাজিলিয়ান রোনালদো

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল ২০২৬ ফুটবল বিশ্বকাপ ফুটবলের মুলপর্বে উঠলে  দলের তারকা ফুটবলার নেইমার খেলতে পারবেন কি না? এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে সর্বত্র। আগামী আসরে এই তারকা ফরোয়ার্ড খেলতে চাইলে তাকে নিজেকে উৎসর্গ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির কিংবদন্তি রোনালদো।

কাতার বিশ্বকাপের পর থেকেই একের পর এক চোটে জর্জরিত নেইমার। হাঁটুর গুরুতর চোট কাটিয়ে প্রায় দেড় বছর জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। কিন্তু নতুন করে পড়া চোটের কারণে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুটি ছিটকে যান ৩৩ বছর বয়সী এই ফুটবলার। ফলে চোট মুক্ত থেকে আগামী বিশ্বকাপের আগে নিজেকে পুরো ফিট করে তোলাই আপাতত নেইমারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। - অলআউট স্পোর্টস 

নেইমারের মতো চোটাক্রান্ত ক্যারিয়ার ছিল রোনালদোরও। একের পর চোটের কারণে নিজের ক্যারিয়ারের সেরা সময়ের অধিকাংশ সময় মাঠের বাইরে কাটাতে হয় সর্বকালের অন্যতম সেরা এই স্ট্রাইকারকে। তবে এরকম চোট কাটিয়ে উঠেই ব্রাজিলকে ২০০২ সালে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি।

আগামী বিশ্বকাপে নেইমার খেলতে পারবে কি না – এমন প্রশ্নের জবাবে এক পডকাস্টে রোনালদো বলেন, আমি বিশ্বাস করি (নেইমার পরের বিশ্বকাপে খেলবে)। নেইমার একজন অসাধারণ প্রতিভা। কিন্তু তাকে নিজেকে উৎসর্গ করে দিতে হবে। সর্বস্ব দিয়ে চেষ্টা করতে হবে। এটা পুরোটা তার ওপরই নির্ভর করছে।

নেইমার চোট সারিয়ে নিজেকে বিশ্বকাপের জন্য তৈরি করতে পারলে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের ভালো সম্ভাবনা আছে জানিয়ে রোনালদো বলেন, এটা উৎসর্গ করার মতোই উপলক্ষ। বিশ্বকাপের এখন এক বছর বাকি। যদি সে ভালো অবস্থায় থেকে সেখানে যেতে পারে তবে আমাদের ভালো সুযোগ আছে। কিন্তু তাকে নিজেকে উজাড় করে দিতে হবে। তাকে (ঠিকঠাক) খেতে, অনুশীলন করতে এবং ঘুমাতে হবে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বর্তমানে তিন নম্বরে আছে ব্রাজিল। বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে নিজেদের পরবর্তী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়