শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ডের সহজ জয়, পোল্যান্ড জিতলো অনেক ঘাম ফেলে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে দারুণ এক ম্যাচ খেললো ইংল্যান্ড। বাংলাদেশ সময় শুক্রবার (মার্চ ২১) রাতে ঘরের মাঠে আলবেনিয়ার বিপক্ষে ফেভারিট হয়েই নেমেছিলে ইংলিশ দলটি। কোচ টমাস টুখেলের অধীনে প্রথম ম্যাচ হওয়ায় ইংলিশ ফুটবল পান্ডিতদের তীক্ষè নজর ছিলো জার্মান ট্যাক্টিশিয়ানের উপর। তবে আপাতত ভালোভাবেই উতরে গেছেন থ্রি লায়ন্স কোচ। মাইলস লেউইস স্কেলি ও হ্যারি কেইনের গোলে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে থ্রি লায়ন্স। 

লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে আলবেনিয়ার বিপক্ষে ডেডলক ভাঙ্গতে ২০ মিনিট সময় নেয় ইংলিশরা। জুড বেলিংহ্যামের ডিফেন্সচেরা পাস থেকে সমর্থকদের উল্লাসে মাতান অভিষিক্ত মাইলস লেউইস স্কেলি। ইংল্যান্ডের হয়ে সর্বকনিষ্ঠ গোল করা ফুটবলার এখন এই আর্সেনাল ফুল ব্যাক। ১৮ বছর ১৭৬ দিন বয়সে পেছনে ফেলেছেন মার্কাস রাশফোর্ডের রেকর্ড।

বিরতির আগে একাধিক সুযোগ পেয়েও আর ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। জুড বেলিংহ্যাম-হ্যারি কেইনদের সাথে আপসোসে পুড়েছেন আরেক অভিষিক্ত ড্যান বার্নও। ৭৭ মিনিটে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেন হ্যারি কেইন। ডেকলাইন রাইসের অ্যাসিস্টকে পূর্ণতা দেন ইংলিশ অধিনায়ক। বায়ার্ন মিউনিখের এই তারকা তুলে নেন জাতীয় দলের জার্সিতে ৭০তম গোল।

এদিকে ৫ ম্যাচ পর অবশেষে জয়ে ফিরেছে পোল্যান্ড। রবার্ট লেভানডভস্কির একমাত্র গোলে লিথুয়ানিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে পোলিশরা শুরু করেছে বিশ্বকাপ বাছাই অভিযান। তবে ওয়ারশোতে অতিথিদের হারাতে বেশ বেগ পেতে হয়েছে স্বাগতিকদের। একের পর এক মিসের মহড়ায় কাটে গোল শূণ্য প্রথমার্ধ। বিরতির পর একাদশে চার পরিবর্তন এনে ফল পায় পোলিশরা। 

বদলি হিসেবে মাঠে নামা জাকুব কামিন্সকির পাস থেকে ৮১ মিনিটে ত্রাতা হয়ে আসেন রবার্ট লেভানডভস্কি। বার্সা তারকার একমাত্র গোল এনে দেয় পূর্ণ তিন পয়েন্ট। দিনের আরেক ম্যাচে ৩৮ মিনিটে অলিভিয়ার আন্টম্যানের গোলে একই ব্যবধানে মাল্টার বিপক্ষে জিতেছে ফিনল্যান্ড। তবে বল দখলে এগিয়ে থেকেও বসনিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে রোমানিয়া। ১৪ মিনিটে একমাত্র গোলটি আসে আর্মিন জিগোভিচের পা থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়