শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ০৩:৩৬ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

উয়েফা নেশন্স লিগে ডেনমার্কের কাছে রোনালদোর পর্তুগালের হার

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে কোপেনহেগেনে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে স্বাগতিক ডেনমার্ক। কস্তার অসাধারণ কিছু সেভের কারণে পর্তুগিজদের পরাজয়ের ব্যবধান বড় হয়নি। 

মাঠের লড়াইয়ে পর্তুগালের বিবর্ণ রূপ ফুটে উঠছে পরিসংখ্যানেও। বল দখলে এগিয়ে রইলেও প্রতিযোগিতাটির প্রথম আসরের চ্যাম্পিয়নরা গোলের জন্য শট নিতে পারে আটটি, এর দুটি লক্ষ্যে ছিল। সেখানে ডেনমার্কের ২৩ শটের ৯টি লক্ষ্যে।

ম্যাচ শুরু হতেই বিপদে পড়তে যাচ্ছিল পর্তুগাল। গোলরক্ষক কস্তা শট নেওয়ার সময় পা বাড়িয়ে দেন সামনেই থাকা ডেনিশ ফরোয়ার্ড মিকা বিয়েরেথ, তার পায়ে লেগে বল জালের দিকেই ছুটছিল। স্লাইড করে গিয়ে বল ধরে বাইরে পাঠান কস্তা। অষ্টম মিনিটে ডেনিশ রক্ষণে প্রথম ভীতি ছড়ায় পর্তুগাল।

পেদ্রো নেতোর ডি-বক্সের বাইরে থেকে নেওয়া জোরাল শট ঝাঁপিয়ে ফেরান কাসপের স্মাইকেল। ২৩তম মিনিটে পর্তুগালের ডি-বক্সে তাদের মিডফিল্ডার রেনাতো ভেইগার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ক্রিস্তিয়ান এরিকসেনের স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন কস্তা।

৩৪তম মিনিটে উল্লেখযোগ্য প্রথম প্রচেষ্টা চালান ক্রিস্তিয়ানো রোনালদো, তবে তার হেড লক্ষ্যভ্রষ্ট হয়। শুরু থেকে আক্রমণে আধিপত্য করা ডেনমার্ককে দুই মিনিট পর আবার হতাশ করেন কস্তা; বিয়েরেথের শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন তিনি। কিছুক্ষণের মধ্যে আবার ডেনিশদেন হানা, এই দফায় এরিকসেনের শট গোললাইনে ফেরান ডিফেন্ডার দিয়োগো দালোত।

পোস্টে ব্যস্ত সময় কাটানো কস্তা দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আরেকটি দারুণ সেভ করেন, ঝাঁপিয়ে ঠেকান গুস্তাভ ইসাকসেনের শট। বদলি নামার নবম মিনিটে গোল পেতে পারতেন হয়লুন, তবে তার শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
পরের মিনিটেই অবশ্য সেই হতাশা ঝেড়ে ফেলেন তিনি। ৭৮তম মিনিটে পাসিং ফুটবলে শাণানো আক্রমণে বক্সে সতীর্থের পাস পেয়ে ঠা-া মাথায় প্লেসিং শট কস্তার প্রতিরোধ ভাঙেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড। গোল খেয়েও জেগে উঠতে পারেনি পর্তুগাল। ডেনমার্কের বিপক্ষে টানা তিন জয়ের পর হারের স্বাদ পেল তারা। আগামী রোববার পর্তুগালের মাঠে হবে ফিরতি লেগের ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়