শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ১২:১৫ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

হামজা চৌধুরীকে নিয়ে ভারতে বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে বাংলাদেশ দল আগামী মঙ্গলবার (২৫ মার্চ) এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামবে। এবারের ম্যাচটির দিকে বিশেষ এক কারণে গোটা দক্ষিণ এশিয়ার নজর। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের হয়ে অভিষেক হবে লেস্টার সিটির হয়ে এফএ কাপের শিরোপাজয়ী হামজা চৌধুরী।

এই ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার (২০ মার্চ) ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন কোভ হাভিয়ের কাবরেরা। দলে আছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী। পূর্বঘোষণা অনুযায়ী দলে জায়গা হয়নি ইতালির ক্লাব ওলবিয়া ক্যালসিওতে খেলা ফাহমিদুল ইসলামের। কাবরেরার দলে নিয়মিত মুখ প্রায় সবাই জায়গা পেয়েছেন। তাই চমক খুব একটা নেই বলা চলে।

গতকাল জাতীয় দলের আনুষ্ঠানিক ফটোসেশনে ছিলেন সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করে আসা ২৭জনই। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় সেই দল থেকে বাদ পড়েছেন ৩জন। গতকাল রাতেই দল থেকে বাদ পড়ার খবর পান আরিফ, পিয়াস আহমেদ নোভা এবং তাজ উদ্দিন। স্কোয়াডে হামজা ছাড়াও নতুন মুখ ফরোয়ার্ড আল আমিন।

বাংলাদেশের স্কোয়াড: গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ;

ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল হোসেন, ঈসা ফয়সাল।
মিডফিল্ডার: হামজা দেওয়ান চৌধুরী, চন্দন রায়, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মুজিবর রহমান জনি, শেখ মোরসালিন, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া;
ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, আল আমিন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়