শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৯:৪৩ সকাল
আপডেট : ০২ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আগামী ২৬ মার্চ আর্জেন্টিনা - ব্রাজিল মহারণ, খেলবেন না মেসি ও নেইমার

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের দুই দিকপাল আর্জেন্টিনা ও ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছে। শুক্রবার (২১ মার্চ) ব্রাজিল লড়বে কলম্বিয়ার বিপক্ষে আর শনিবার (২২ মার্চ) আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে।

তবে, আগামী বুধবার (২৬ মার্চ) মাঠে গড়াবে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। যেখানে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। ইনজুরিতে এই ম্যাচ মিস করবেন মেসি ও নেইমার। ইতোমধ্যে বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুই ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। শনিবার ভোর সাড়ে ৫টায় উরুগুয়ে আর বুধবার সকাল ৬টায় ব্রাজিলের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু এই দুই বিগ ম্যাচের জন্য মাসল ইনজুরির কারণে লিওনেল মেসিকে পাচ্ছে না আর্জেন্টিনা। কিন্তু বুয়েন্স আইরেসে শুরু হওয়া অনুশীলনে না থেকেও আছেন মেসি। কারণ, আলবিসেলেস্তারা অনুশীলন করছে লিওনেল মেসি ট্রেনিং গ্রাউন্ডে।

মেসির অবর্তমানে উরুগুয়ে, ব্রাজিল ম্যাচে নিশ্চিতভাবে ইনফর্ম হুলিয়ান আলভারেজ ও লাউথারো মার্টিনেজকে ঘিরে আক্রমন পরিকল্পনা সাজাবেন কোচ স্কালোনি। এই মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেবার পর নিয়মিত খেলছেন আলভারেজ। এখন পর্যন্ত এই মৌসুমে করেছেন ২৩ গোল। আর মার্টিনেজের নামের পাশে আছে ১১ গোল। সেই সাথে আর্জেন্টিনার আক্রমনে তৃতীয় ফরোয়ার্ড হিসেবে থাকতে পারেন নিকোলাস গঞ্জালেস।
তবে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে খেলার পর এই প্রীতি ম্যাচে আর্জেন্টিনা অনুর্ধ্ব ২০ দলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা জাতীয় দল।

শুক্রবার সকাল পৌঁনে সাতটায় ব্রাজিল আতিথ্য দেবে কলম্বিয়াকে। আর বুধবার আর্জেন্টিনার সাথে মহারণ। এই দুই ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করেছে সেলেসাওরাও।

নামের বিচারে ব্রাজিল শক্তিশালি হলেও বিশ্বকাপ বাঁছাইয়ে মোটেও ছন্দে নেই দারিভাল জুনিয়রের দল। ১২ ম্যাচে ৫ জয় আর তিন হারে টেবিলের ৫ নম্বরে ব্রাজিল। তাইতো আর্জেন্টিনাতো বটেই ৪ নম্বর দল কলম্বিয়ার বিপক্ষেও জিততে হলে সেরাটা দিতে হবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সেরা ছন্দে ফেরা নেইমারকে দলে নিলেও আবারও ইনজুরিতে ছিটকে গেছেন এই ফরোয়ার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়