শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৯:২০ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এমবাপ্পের স্বপ্ন রিয়াল মাদ্রিদকে প্রথম ট্রেবল জেতানোর 

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ ইউরোপের সফলতম ক্লাব। যাদের ঝুড়িতে আছে অসংখ্য অর্জন ও কীর্তি। চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ লা লিগার সবচেয়ে বেশি ট্রফি আছে তাদের ক্যাবিনেটে। গত শতাব্দীর সেরা ক্লাব হিসেবে ফিফার কাছে স্বীকৃতও পেয়েছিল তারা। তবে এত অর্জনের পরও এখন পর্যন্ত ‘ট্রেবল’ স্বাদ পায়নি স্প্যানিশ এই ক্লাবটি। আর সান্তিয়াগো বের্নাবেউয়ে নিজের প্রথম মৌসুমেই দলকেই সেই অধরা কীর্তির স্বাদ পাইয়ে দিতে চাইছেন কিলিয়ান এমবাপ্পে।

এখন পর্যন্ত রেকর্ড ১৫টি চ্যাম্পিয়নস লিগ ও ৩৬টি লা লিগার শিরোপা ঘরে তুলেছে রিয়াল। কোপা দেল রের শিরোপা জিতেছে তৃতীয় সর্বোচ্চ ২০ বার। কিন্তু কোনো মৌসুমেও এই তিনটি ট্রফি একসঙ্গে জিততে পারেনি তারা। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এরই মধ্যে দু’বার এই কীর্তি গড়েছে। - অলআউট স্পোর্টস

চলতি মৌসুমে এই তিনটি প্রতিযোগিতাতে শিরোপা দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে রিয়াল। লা লিগায় বার্সেলোনার সঙ্গে শীর্ষস্থানের লড়াইয়ে কার্লো আনচেলত্তির দল বর্তমানে আছে দুই নম্বরে। চ্যাম্পিয়নস লিগে শিরোপা ধরে রাখার অভিযানে পৌঁছে গেছে কোয়ার্টার-ফাইনালে। অন্যদিকে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে জিতে এগিয়ে আছে ফাইনালে ওঠার পথে।

রিয়ালের এগিয়ে চলায় বড় অবদান রেখে চলেছেন এমবাপ্পে। মৌসুমের শুরুতে পিএসজি থেকে ফ্রি ট্রান্সফারে নিজের স্বপ্নের ক্লাবে পা রাখেন ফরাসি এই তারকা। দলের সঙ্গে শুরুর দিকে মানিয়ে নিতে কিছুটা সময় নিলেও বর্তমানে এই ফরোয়ার্ড আছেন দুর্দান্ত ছন্দে। স্প্যানিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৪৪ ম্যাচে তার গোল ৩১টি।

আন্তর্জাতিক বিরতিতে বর্তমানে ফ্রান্স দলের সঙ্গে যোগ দিয়েছেন এমবাপ্পে। সেখানে ফরাসি এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপজয়ী এই ফুটবলারের কাছে জানতে চাওয়া হয়, তাকে ছাড়া তার সাবেক ক্লাব পিএসজি ভালো করছে কি না? এই প্রশ্নের জবাবে এমবাপ্পে জানান, তার সব মনোযোগ এখন রিয়ালকে নিয়েই।

তাদের (পিএসজি) প্রতি আমার সর্বোচ্চ শুভকামনা, তবে আমার মনোযোগ এখন রিয়াল মাদ্রিদে এবং ট্রেবল জয়ের সম্ভানায়। এটা এমন কিছু যা রিয়াল মাদ্রিদ এখনও করতে পারেনি। আমার প্রথম মৌসুমেই এটা করতে পারলে তা হবে অসাধারণ। আন্তর্জাতিক বিরতির পর আগামী ২৯ মার্চ লেগানেসের বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে মাঠে নামবে রিয়াল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়