শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ০৮:১৩ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুলকে জাতীয় দলে নেওয়ার দাবিতে লং মার্চের ডাক

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবল খেলতে সোমবার (১৭ মার্চ) দেশে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। তার পাশাপাশি আরেক ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামেরও বাংলাদেশে আসার কথা ছিলো।

সৌদি আরবে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন প্রবাসী তরুণ ফুটবলার। অনুশীলনেও দারুণ খেলেছেন তিনি। কিন্তু তাকে দেশে আনা হয়নি। সৌদি থেকেই ইতালিতে ফেরত পাঠানো হয়েছে তাকে। এ নিয়ে দেশের ফুটবল অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে। বাংলানিউজ  

এবার ফাহমিদুলকে না আনার কারণ ব্যাখ্যা করেছেন জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। সৌদি থেকে দেশে ফিরে তিনি বলেন, ‘ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। সে মেধাবী খেলোয়াড় তবে আরো কিছু সময় প্রয়োজন। 

অথচ ইতালিয়ান ফুটবলে ৪র্থ ডিভিশনে খেলা ফাহমিদুলকে খুঁজে বের করেছিলেন কাবরেরাই। তার ইচ্ছাতেই সৌদির ক্যাম্পে রাখা হয়েছিল ১৮ বছর বয়সী এই উদীয়মান ফুটবলারকে। এমনকি অনুশীলনে গোলের হ্যাটট্রিক করেছিলেন তিনি। এমন একজন খেলোয়াড়কে বাদ দেওয়ায় হতাশ সমর্থকরা।  

ফাহমিদুলকে বাদ দেওয়ায় দেশের সকল ফুটবল ফ্যানব্যাজ মিলে বাফুফে ভবনের সামনে একত্রিত হয়েছে। আন্দোলতরত সমর্থকদের দাবি, ফুটবলের সিন্ডিকেটের কারণেই ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে। ফেসবুকেও রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। দেশের ফুটবল সমর্থকদের গ্রুপ বাংলাদেশ ফুটবল আলট্রাস এবং সাধারণ ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে মঙ্গলবার বিকেল ৫টায় বাফুফে ভবন সামনে ‘লং মার্চ টু বাফুফে’ নামের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ ফুটবলের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্ট্যান্ড উইথ ফাহমিদুল’ হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতিবাদের ঝড় তুলছেন। ফাহমিদুল যোগ্য হওয়ার পরও তাকে দলে নেওয়া হয়নি বলে দাবি আন্দোলনরত সমর্থকদের। হামজা চৌধুরীর সঙ্গে ফাহমিদুল থাকলে দলের শক্তি বহুগুণ বেড়ে যেতো বলে মনে করেন তারা। কোনো ফুটবলারকে দলে নেওয়ার জন্য সমর্থকদের আন্দোলনের এমন নজির বাংলাদেশের ফুটবলে আর নেই।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়