শিরোনাম
◈ আত্মহত্যা নয় খুন হয়েছেন সাগর-রুনি, হত্যায় অংশ নেন ২ জন ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও)

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ১০:৫৫ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তান সুপার লিগে খেলার জন্য বিসিবির কাছে এখনো এনওসি চায়নি নাহিদ-লিটনরা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের নাহিদ রানা সবশেষ পাকিস্তান সফরে বল হাতে গতির ঝড় তুলেছিলেন। সাম্প্রতিক সময়ে দারুণ বোলিংয়ে প্রশংসা কুড়িয়েছেন ইয়ান বিশপ, হার্শা ভোগলে, শাহীন শাহ আফ্রিদিদের। পাকিস্তান সফরের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে গিয়েও ভালো করেছিলেন তিনি।

আর তাতেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে হট কেক ছিলেন নাহিদ রানা। তাকে দলে নেয় পেশোয়ার জালমি। দল পেয়েছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার। এর মধ্যে লিটন দাসকে দলে ভিরিয়েছে করাচি কিংস। সিলভার ক্যাটাগরি থেকে ডানহাতি ব্যাটারকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

দল পেয়েছেন রিশাদ হোসেনও। তিনি পিএসএলে খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। যদিও এই তিন ক্রিকেটারের পিএসএলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাদের কেউই এখনও অনাপত্তিপত্র বা এনওসির জন্য আবেদন করেননি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

শনিবার (১৫ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইফতার পার্টি ছিল। সেখানে বর্তমান ক্রিকেটারদের সঙ্গে ছিলেন সাবেক ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তারা। ইফতার শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাহিদ রানা-লিটন দাসদের নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি।

ফারুক আহমেদ বলেন, এখনও তারা কেউ (এনওসির জন্য) এপ্লাই করেনি। আমি যতটুকু জানি তারা ছুটির জন্য দরখাস্ত করেনি। তারা যখন করবে তখনই আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তারা যখন এপ্লাই করবে তখন বলতে পারব। এখন বলতে পারছি না।

আগামী ১১ এপ্রিল শুরু হবে টুর্নামেন্টের দশম আসর। ৩৪ ম্যাচের ফ্র্যাঞ্চাইজি লিগটি চলবে ১৮ মে পর্যন্ত। রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসন্ন পিএসএলের। এবারের ফাইনালের ভেন্যু লাহোর। ৬ দলের অংশগ্রহণে এটিই শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে। আগামী বছর থেকে দুটি দল বাড়ছে এই ফ্র্যাঞ্চাইজি লিগে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়